কলকাতা: সবে তো শুরু হয়েছে, বিজেপির ভাঙন এখনও অনেক বাকি। পদ্ম শিবিরের আরও অনেক নেতানেত্রী অদূর ভবিষ্যতে নাম লেখাবেন ঘাস ফুলে। এমনই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বিকেলের দিকে তৃণমূলে নাম লেখান মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন বাবুল। এদিনই সন্ধ্যায় ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে যান অভিষেক।
প্রচারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয়-র তৃণমূলে যোগদান প্রসঙ্গে অভিষেক বলেছেন, “এতো সবে শুরু, এখনও অনেক বাকি আছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপির বিনাশ শুরু হয়েছে। বিগত সাত বছরে মানুষের কোন কাজ করেনি। সরকারটা চলছে কেবল ইডি আর সিবিআই এর উপর ভর করে।”
আরও পড়ুন- পাক প্রধানমন্ত্রীর বন্ধু সিধু, এমন লোককে কিছুতেই মুখ্যমন্ত্রী হতে দেব না: বিস্ফোরক অমরিন্দর
আগামী দিনে তৃণমূল আরও বড় উচ্চতায় পৌঁছে যাবে বলে দাবি করেছেন অভিষেক। তাঁর কথায়, “সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অপেক্ষা করুন। দেখবেন তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছে গেছে। ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।আমরা জিততে এসেছি। জিতেই যাব।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “দিদির যখন উন্নয়নের চিন্তা তখন বিজেপি বলছে দিদিকে হারাবো। সাত বছরে মোদইজি কি দিয়েছে ও বাংলার সরকার কি করছে। দুধ খা দুধ,পানি কা পানি হয়ে যাবে।”
ভবানীপুরে অভিষেক
বিজেপির আরও নেতানেত্রী তৃণমূলে নাম লেখাবে বলে তৃণমূলের পক্ষ থেকে আরও অনেকেই দাবি করতে শুরু করেছেন। খেলা হবে স্লোগানের স্রষ্ঠা দেবাংশু ভট্টাচার্য টুইটারে লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলেন। এভাবেই খেলা হয়। খেলা হবে।” তৃণমূলের অপর মুখপাত্র উত্তরবঙ্গের সুপ্রিয় চন্দ সোশাল মিডিয়ায় লিখেছেন, “অতঃপর? পরের নামগুলো সব অর্থেই অভাবনীয়। চমক আসছে। অপেক্ষা করুন।”