বসিরহাট: মনোনয়ন (Nomination) প্রত্যাহার না করার জন্য সিপিএম (CPM) প্রার্থীকে মারধরের অভিযোগ উঠলো শাসকদলের (TMC) বিরুদ্ধে।উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২২০,নম্বর বুথের ঘটনা।সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তরিকুল ইসলাম মন্ডল। অভিযোগ ওই এলাকারই তৃণমূল প্রার্থী প্রকাশ সর্দার প্রথমে তাঁকে নমিনেশন প্রত্যাহার করতে বলেন।তারপরেও তরিকুল নমিনেশন প্রত্যাহার না করায় তাঁর বাড়িতে নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মী সমসার্থকর।এরপর পাল্টা সিপিএমকর্মীরা এসে বাধা দেয়।যার জেরে উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনার উত্তাপ ছড়ায় গোটা এলাকা জুড়ে। মারধরের ঘটনায় আহত হয় তিন জন। তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়।
ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল কর্মীরা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা বলে, তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে তারা কোনভাবে জড়িত না। এরপর তারা আরও বলে, এখানে আমাদের সংগঠন শক্তিশালী এখানে আমরাই জিতবো। এই ঘটনায় রীতিমত রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে শায়েস্তানগরে।
আর পড়ুন: Panchayat Election 2023 | Beldanga | ভোটে ঘিরে ফের মৃত্যু, বেলডাঙায় বোমা বাঁধার সময় মৃত্যু যুবকের
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েতের মনোনয়ন পর্বে এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙর, ক্য়ানিং সহ চোপড়া এলাকায়। কিন্তু সেই রেশ যেন কাটতেই চাইছে না। এদিনের ঘটনা ফের একবার প্রমাণ করল। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বিভিন্ন এলাকায়