হাওড়া: আতঙ্ককে জয় করার প্রত্যয় নিয়ে এক মাসের শিশুসন্তানকে বুকে জড়িয়েই পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন সুচেতনা মণ্ডল। মঙ্গলবার মুন্সিরহাট বিডিও অফিসে দলের অন্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ করতে আসেন সুচেতনা। জগৎবল্লভপুরের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদের প্রার্থী হয়েছেন সুচেতনা। তবে আর পাঁচটি জায়গার মতো এই ভিডিও অফিসে সুচেতনাকে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি।
সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কোনও কারণ নেই। সাহস করে রুখে দাঁড়ালেই আর ভয় থাকবে না। কেন ভোটে প্রার্থী হলেন জানতে চাইলে সুচেতনা বলেন, সন্তানের ভবিষতের দিকেই তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তো চিরকাল বাঁচব না। কোনও মানুষই চিরকাল বাঁচে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, তার জন্য লড়াই করার দরকার। সেই মানসিকতা থেকেই লড়াইয়ের ময়দানে নেমেছি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | বিজেপির প্রার্থীর হয়ে বগটুইয়ে মনোনয়ন জমা স্বজনহারা পরিবারের সদস্যর
সুচেতনা জানান, এমএ বিএড পাশ করে বহুদিন বেকারে হয়ে বসে রয়েছেন। রাজ্যে তাঁর মতো আরও হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন। রাজ্যে কাজের সুযোগও তেমন নেই। তার পরিবেশ গড়ে তোলা দরকার। জিতলে কী করবেন প্রশ্ন করা হলে সুচেতনা বলেন, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই।