লখনউ: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adiyanath Oath)। শুক্রবার লখনউয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে এদিন শপথ নিলেন ব্রজেশ পাঠক, কেশবপ্রসাদ মৌর্য। লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
শপথ নিচ্ছেন যোগী আদিত্যনাথ
মোট ৫২ জন এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। প্রায় ৮৫ হাজার মানুষ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে স্বাগত জানিয়ে যোগী আদিত্যনাথ টুইটে লেখেন, প্রভু শ্রীরাম এবং লীলাধারী ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি ধন্য, মহান দেশপ্রেমিকদের তপভূমি উত্তরপ্রদেশের পুণ্য মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাই। তাঁর শপথগ্রহণের পরই ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক টুইটে যোগীকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, শুভেচ্ছা। আপনার নেতৃত্বে উত্তরপ্রদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় উঠবে বলে আশা রাখি।
যোগীর সম্ভাব্য মন্ত্রিসভা
মন্ত্রী: সূর্য প্রতাপ শাহি, সুরেশ কুমার খন্না, স্বতন্ত্র দেব সিং, বেবি রানি মৌর্য, লক্ষ্মী নারায়ণ চৌধুরী, জয়বীর সিং, ধর্মপাল সিং, নন্দ গোপাল ‘নন্দী’, ভূপেন্দ্র সিং চৌধুরী, অনিল রাজভার, জিতিন প্রসাদ, রাকেশ সচন, অরবিন্দ কুমার শর্মা, যোগেন্দ্র উপাধ্যায়, আশিস পটেল এবং সঞ্জয় নিষাদ।
আরও পড়ুন: Congress-Prashant Kishor: গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে চান পিকে
রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব): নীতিন আগরওয়াল, কপিল দেব আগরওয়াল, রবীন্দ্র জয়সওয়াল, সন্দীপ সিং, গুলাব দেবী, গিরিশচন্দ্র যাদব, ধর্মবীর প্রজাপতি, অসীম অরুণ, জেপিএস রাঠোর, দয়াশঙ্কর সিং, নরেন্দ্র কাশ্যপ, দীনেশ প্রতাপ সিং, অরুণ কুমার সাক্সেনা এবং দয়াশঙ্কর মিশ্র ‘দয়ালু’।
রাষ্ট্রমন্ত্রী: মায়াঙ্কেশ্বর সিং, দীনেশ খটিক, সঞ্জীব গৌড়, বলদেব সিং আউলাখ, অজিত পাল, যশবন্ত সাইনি, রামকেশ নিষাদ, মনোহর লাল মান্নু কোরি, সঞ্জয় গাঙ্গওয়ার, ব্রজেশ সিং, কেপি মালিক, সুরেশ রাহি, সোমেন্দ্র তোমর, অনুপ প্রধান ‘বাল্মীকি’, প্রতিভা শুক্লা, রাকেশ রাঠোর গুরু, রজনী তিওয়ারি, সতীশ শর্মা, দানিশ আজাদ আনসারি এবং বিজয় লক্ষ্মী গৌতম।