মুম্বাই: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা সোমবার রাতে গ্রেফতার হয়েছেন। আদালতের তরফেও স্বস্তি মেলেনি৷ আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে অভিযুক্তর।
আরও পড়ুন- নব্বইয়ের ভয়াল স্মৃতি ফিরিয়ে শহরে ফের স্টোনম্যান আতঙ্ক
সওয়াল জবাবে রাজ কুন্দ্রার আইনজীবী আবেদ পোন্ডা বলেন, ভারতীয় সংবিধানের ৬৭এ আইন অনুযয়ী একমাত্র যৌনমিলন বা সঙ্গম হলে তবেই সেটাকে পর্ন বলে বিবেচনা করা যেতে পারে। না হলে অন্য ভিডিয়ো ‘ভালগার’ বা অশ্লীল ভিডিয়ো বলে গন্য হবে। পুলিশ কি খতিয়ে দেখছে আজকাল ওয়েব সিরিজে কী ধরণের কনটেন্ট দেখানো হয়৷ সেগুলো কতটা অশ্লীল৷ কিন্তু অবশ্যই পর্ন নয়। এখানে এমন কোনও প্রমাণ নেই যে দুজন মানুষ সঙ্গমে লিপ্ত হয়েছে। সেটা না হলে তখনই তা পর্ন নয়।
Porn films case: Chats suggest businessman Raj Kundra planned another app after 'Hotshots' was blocked, say police sources
— Press Trust of India (@PTI_News) July 21, 2021
আরও পড়ুন- এটিএম থেকে কোটি টাকা লুঠ, গ্রেফতার ৩
আইনজীবী আরও জানান, ‘গ্রেফতার তখনও জরুরি যখন তদন্ত চালানোর জন্য অভিযুক্তকে গ্রেফতার করা ছাড়া অন্য পথ খোলা থাকে না। এই ক্ষেত্রে অভিযুক্তকে সিআরপিসি ৪১ নোটিশে স্বাক্ষর করানো হয়েছে৷তাঁকে তদন্তপ্রক্রিয়ায় যোগদানের জন্য পুলিশ থানায় ডেকেছে৷ এরপর গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি আইন মেনে হয়নি’।
আরও পড়ুন- ফোনে আড়ি পাতা নিয়ে তুমুল বিতর্ক, বিবৃতি দিল পেগাসাস নির্মাতা এনএসও
মুম্বইয়ের পুলিশ কমিশনার জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের কাছে একটি মামলা দায়ের হয় যে, পর্ন তৈরি হচ্ছে ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা পাবলিশ করা হচ্ছে। আমরা ১৯/০৭/২১ তারিখে রাজকুন্দ্রাকে গ্রেফতার করেছি। এই ঘটনার মূল চক্রি তিনি। এ সম্বন্ধে যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। তদন্ত চলছে।’