কলকাতা টিভি ওয়েব ডেস্ক : এক সময় নিরাপদ ছিল না উত্তর প্রদেশ। রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হত ষাঁড়, মোষ এবং মহিলাদের। তবে, তিনি আসার পর বেড়েছে সুরক্ষা। এখন নিরাপদেই রয়েছেন সকলে। লখনউয়ের এক সভা থেকে এমনটাই জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এহেন মন্তব্যে কার্যত আরও একবার বিতর্কের সৃষ্টি হল। এক জন মুখ্যমন্ত্রী এ ভাবে ষাঁড়-গরুর সঙ্গে একই পংক্তিতে মহিলাদের নিয়ে আসায় বিতর্ক শুরু হয়েছে .
বিজেপির হেডকোয়ার্টার লখনউ থেকে এদিন তিনি বলেন, ‘যখন আমাদের কর্মীরা কোথাও থাকতেন, তাঁর পরিবারের মহিলারা জিজ্ঞেস করতেন তাঁরা নিরাপদে থাকতে পারবেন কিনা। আগে আমাদের মেয়েরা, বোনেরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করতেন। এমনকি পশ্চিম উত্তর প্রদেশের রাস্তায় ষাঁড়, মোষেরাও নিরাপদে যাতায়াত করতে পারত না।’
এছাড়াও তিনি বলেন, বর্তমানে এই সমস্যা দেখতে পাওয়া যায় না। কারণ পরিস্থিতি বদলেছে। এখন কি আর কেউ ষাঁড়, মোষ কিংবা মহিলাদের আগের মত তুলে নিয়ে যেতে পারে? পরিস্থিতি কি বদলেছে? উত্তর প্রদেশের পরিচয় কি ছিল? যেখানে অন্ধকার সেটাই উত্তর প্রদেশ। কোনও সভ্য মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পেত রাতের অন্ধকারে। কিন্তু এখন আর পান না কারণ পরিস্থিতি বদলে গিয়েছে।’
আরও পড়ুন – মমতার পেগাসাস কমিশনে স্বরাষ্ট্রমন্ত্রকের কোপ
#WATCH | "…Earlier our daughters, sisters felt unsafe. Potholes on roads symbolized UP. Even buffaloes, bulls didn't feel safe. These problems persisted in Western UP, not eastern UP…But it's not the same today. Can you not see the difference…," says CM Yogi Adityanath pic.twitter.com/sytpciJVab
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 13, 2021
দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সাফল্যের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি নিয়ে দিনভর চলেছে উপহাস ৷ সামাজিক মাধ্যমে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। এরই মাঝেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মহিলাদের নিয়ে করা বক্তব্য কার্যত আরও একবার বিতর্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন – পরকিয়ায় লিপ্ত যুগলকে নগ্ন করে মারধর, গ্রেফতার ৮
এর আগেও তিনি নাম না করেই মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছেন৷ উত্তরপ্রদেশের কুশিনগরে এক অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কোনও প্রকার তোষণের রাজনীতি নেই…….২০১৭ সালের আগে কি সকলে রেশন পেত? যারা আব্বাজান বলে তারাই শুধুমাত্র রেশন পেত৷’
আরও পড়ুন – অঙ্গনওয়াড়ি কর্মীর চার কোটির সম্পত্তি, তাজ্জব ভিজিলেন্স বিভাগ
‘আব্বা জান’ একটি শব্দবন্ধ৷ যা বেশিরভাগ মুসলিম ছেলে-মেয়েরা নিজের বাবাকে সম্বোধন করতে ব্যবহার করে থাকে৷ হিন্দু পুরোহিত তথা মুখ্যমন্ত্রী যোগী এরআগে বহুবার এমন বিভক্তিমূলক বিবৃতি দিতে লক্ষ্য করা গিয়েছে। ২০১৭ সালে বিপুল ভোটে জিতলেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের ফলে আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে বিশেষ প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে ।