কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় স্বাধীনতা নেই। অলিখিত জরুরি অবস্থা চলছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। স্বাধীনতা দিবসের দিনে আমাদের সাংসদদের উপর হামলা চলেছে। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন ত্রিপুরায় এসে দেখুন। রবিবার এ কথা বললেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন: ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূলের দুই মহিলা সাংসদ, মাথা ফাটল দোলার আপ্ত-সহায়কের
সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘এর আগে আই প্যাকের সদস্যদের উপর হামলা হয়েছে। সামান্য সমীক্ষা করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীদের গ্রেফতার হয়নি। মহিলা কমিশন, মানবাধিকার কমিশন ত্রিপুরায় এসে দেখুন কী ঘটছে।’
স্বাধীনতা দিবস ও ‘খেলা হবে’ দিবস পালনের জন্য শনিবার বিপ্লব দেবের রাজ্যে যান তৃণমূলের ৮ সাংসদ। স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে গিয়ে আক্রমণের শিকার তৃণমূলের মহিলা সাংসদরা। রবিবার দক্ষিণ ত্রিপুরার নন্দীগ্রামে একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল তৃণমূলের।
আরও পড়ুন: ত্রিপুরায় ‘খেলা শুরু’ তৃণমূলের, রাজনীতির ময়দানে মিডফিল্ডার প্রসূন-অর্পিতারা
সেখানে যাওয়ার পথে বেতাকা অঞ্চলে একদল দুষ্কৃতী তৃণমূল সাংসদ ও নেতা-কর্মীদের ঘিরে ধরে বলে অভিযোগ। এরপর গাড়িগুলিতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও সমস্ত অভিযোগ করেছে ত্রিপুরার শাসকদল।
তৃণমূলের অভিযোগ, তৃণমূল সাংসদদের তিনটি গাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে। মারের চোটে রাজ্যসভার সাংসদ দোলা সেনের আপ্ত-সহায়কের মাথা ফেটেছে। আরেক সাংসদ অপরূপা পোদ্দারের ব্যাগ, ফোন ছিনতাই করা হয়েছে বলে দাবি তৃণমূলের।
আরও পড়ুন: অভিষেক-সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা ত্রিপুরা পুলিশের
ত্রিপুরা থেকে সংবাদমাধ্যমকে দোলা বলেন, ‘আমাদের উপর হামলা হয়েছে। রাস্তায় হঠাৎ হামলা হয়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু কর্মী আহত হয়েছেন। আমাকে আর অপরূপাকেও মারধর করা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে সব দেখেছে। আমরা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কারও সঙ্গে তেমন যোগাযোগ করতে পারছি না।’
এর আগে ত্রিপুরায় হামলার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতে হামলা চালানো হয়। সপ্তাহখানেক আগে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে ধলাই জেলার আমবাসায় আক্রান্ত হন তৃণমূলের তিন যুবনেতা, সুদীপ রাহা, জয়া দত্ত ও দেবাংশু ভট্টাচার্য। তবে অভিযুক্তদের পাকড়াও করা দূর, মহামারি আইন ভঙ্গের অভিযোগে পুলিশ সুদীপ-জয়া-দেবাংশুকে গ্রেফতার করে। পরে অবশ্য জামিন পান তাঁরা।
আরও পড়ুন: অভিষেক ফিরতেই বিপাকে ত্রিপুরার তৃণমূলকর্মীরা
স্বাধীনতা দিবস ও তৃণমূলের খেলা হবে দিবস পালনের জন্য শনিবার ত্রিপুরায় পৌঁছন ব্রাত্য বসু, শান্তনু সেন, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আবীররঞ্জন বিশ্বাস, দোলা সেন, অর্পিতা ঘোষ সহ একঝাঁক তৃণমূল নেতা। রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার উত্তর বনমালীপুরে তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতারা।