নয়াদিল্লি: শাড়িটা কোনও মতে জড়ানো। মাথায় ছোট্ট একটা খোপা। খালি পা। কোনও চাকচিক্য নেই পোশাকে। মঞ্চে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের নানা প্রান্তের বিদগ্ধ মানুষজন উপস্থিত থাকলেও পদ্ম সম্মান প্রদানের অনুষ্ঠানে প্রচারের আলো শুষে নিয়েছেন সাদামাটা পোশাক পরা মানুষটি। ২১ শতকের আধুনিক ভারতে তিনি যেন প্রাচীন ভারতের প্রতিনিধি।
নাম তুলসি গৌড়া। হাল্কাকি উপজাতির মহিলাটি ট্র্যাডিশনাল পোশাকে আদিবাসী রীতি মেনেই খালি পায়ে হাজির হয়েছিলেন পদ্মশ্রী সম্মান গ্রহণ করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে করজোরে স্বাগত জানান। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোদি ব্যক্তিগতভাবে কথাও বলে তুলসির সঙ্গে। শুধু তাই নয়, তুলসির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
তুলসিকে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: দেউচা-পাঁচামি কয়লা ব্লকের আর্থিক ক্ষতিপূরণ চূড়ান্ত, কলকাতা টিভি ডিজিটালের এক্সক্লুসিভ রিপোর্ট
ছয় দশক ধরে পরিবেশ রক্ষার কাজের সঙ্গে যুক্ত তুলসি। ৭২ বছরের পরিবেশবিদকে ‘জঙ্গলের এনসাইক্লোপিডিয়া’ বলা হয়। নেটিজেনদের মন্তব্য, জল-জঙ্গল-পাহাড়ের বন্ধু তুলসীর পোশাক যেন আসল ভারতবর্ষের সাক্ষ্য বহন করছে। এটাই যেন দেশের প্রকৃত ছবি। সত্যিকারের ভারতের প্রতিনিধি পদ্মশ্রী পেলেন মন্তব্য করেছেন অনেকে।
Tulsi Gowda, true pride of mother India 🌿
In the last 6 decades, she has planted more than 30,000 saplings and has been involved in environmental conservation.
Our Govt has recognized a true gem, congratulations #TulsiGowda, on your Padma Shri award! #PeoplesPadma pic.twitter.com/agsUILZE9m
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) November 9, 2021
কর্নাটকের আনকোলা তালুকের হোনালি গ্রামে বাসিন্দা তুলসি গৌড়া ৩০,০০০-এর বেশি চারা বসিয়েছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও জঙ্গলের প্রতি ভালোবাসাকে সম্বল করেই পরিবেশ রক্ষার লড়াইয়ে নেমেছেন। সোমবার ভারতের রাষ্ট্রপতি ৭ জনকে পদ্মবিভূষণ, ১০ জনকে পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী প্রদান করেছেন। সামাজিক কাজের জন্য পদ্মশ্রী পেয়েছেন তুলসি গৌড়া।
আরও পড়ুন: ফরেনসিক ল্যাবের চাঞ্চল্যকর রিপোর্ট, মন্ত্রীর ছেলের বন্দুক থেকেই গুলি লখিমপুরে
পদ্ম সম্মান পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াতও। মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করে যে সব্যসাচী মুখোপাধ্যায় কট্টর হিন্দুদের কোপে পড়েছিলেন, সেই ডিজাইনারের পোশাক পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নেন কঙ্গনা। ক্রিম ও সোনালী রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। নেটিজেনদের অনেকেই বলেছেন, কঙ্গমা নয়, আসল ভারতের প্রতিভূ সাদামাটা পোশাক পরা তুলসি গৌড়া।
President Kovind presents Padma Shri to Smt Tulsi Gowda for Social Work. She is an environmentalist from Karnataka who has planted more than 30,000 saplings and has been involved in environmental conservation activities for the past six decades. pic.twitter.com/uWZWPld6MV
— President of India (@rashtrapatibhvn) November 8, 2021