মুম্বই: প্রায় নয় মাস ধরে ১৫ বছরের এক নাবালিকাকে ২৯ জন লাগাতার ধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে ২ নাবালকও আছে। মুম্বাইয়ের কাছে একাধিক জায়গায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নির্যাতিতার প্রেমিক গত জানুয়ারি মাসে তাকে প্রথম ধর্ষণ করে। সেই ঘটনার ভিডিও করে রাখে অভিযুক্ত প্রেমিক। তারপর থেকে এই ভিডিওকে হাতিয়ার করে বাকি অভিযুক্তরা বিভিন্ন জায়গায় বহুবার নাবালিকাকে ধর্ষণ করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (পূর্ব অঞ্চল) দত্তাত্রে কারলে বলেন, গত জানুয়ারি মাসে লাগাতার গণধর্ষণ শুরু হয়। মেয়েটির প্রেমিক তাঁকে ধর্ষণ করে ও ঘটনার ভিডিও করে রাখে। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে বাকি অভিযুক্তরা। পরবর্তীতে, তাঁর বন্ধু এবং পরিচিত কমপক্ষে চার থেকে পাঁচজন তাঁকে গণধর্ষণ করে। জেলার ডোম্বিভলি, বদলাপুর, মুরবাদ এবং রাবালে সহ বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানে সময় ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।”
আরও পড়ুন- অসমের নাগরিকত্ব বিষয়টি নিয়ে বিচার বিভাগের ভাবনা-চিন্তা দরকার
পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে ও দুই নাবালকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। বুধবার রাতে একাধিক ধারায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করে পুলিশ।