কলকাতা: ফের ত্রিপুরার মাটিতে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূলের কর্মীদের। ঘাস ফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার পরেই ওই রাজ্যের তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি। সেই সঙ্গে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন- অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা মহিলা এখন দিনমজুর
দলীয় কাজে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছিল তৃণমূলের নেতানেত্রীদের। স্থানীয় বিজেপি নেতাদের হাতে তাঁদের হেনস্থার শিকার হতে হয়। তারপরে পুলিশ তৃণমূলের নেতানেত্রীদের বিরুধেই মহামারি আইনে মামলা রুজু করে। যার কারণে তড়িঘড়ি ত্রিপুরা ছুটে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসার কথা সংবাদমাধ্যমের দৌলতে দেখেছে সমগ্র দেশ।
আরও পড়ুন- ‘আমার নয়, এই সোনা গোটা দেশের’, সংবর্ধনা মঞ্চ থেকে বললেন নীরজ চোপড়া
আক্রান্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরেছেন অভিষেক। কলকাতায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপর থেকেই উত্তপ্ত হয়েছে ত্রিপুরা। ওই রাজ্যে তৃণমূলের স্থানীয় কর্মীদের উপরে লাগাতার হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল আরও অভিযোগ করেছেন যে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
মঙ্গলবার সকালের দিকে কুণাল ঘোষ জানিয়েছেন যে খবর আসছে রাত থেকে আমবাসা এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কাউকে ডেকে পাঠানো হচ্ছে। বলা হচ্ছে, ‘গ্রেফতার করা হচ্ছে। কোর্টে তোলা হবে।’ সম্পূর্ণ মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে তাণ্ডব চলছে। এই প্রসঙ্গে কুণালের প্রশ্ন, “কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কোথায়?”
আরও পড়ুন- পদ্মফুলেই সিংহভাগ নির্বাচনী বন্ড, ১৯-২০ অর্থবর্ষে ২৫৫৫ কোটি ঘরে তুলেছে বিজেপি
এই ধরণের ঘটনা অবশ্য নতুন নয়। তৃণমুলে যোগদানে ইচ্ছুক বাম রাজনৈতিক কর্মীদের বিজেপি মারধোর করেছে বলেও অভিযোগ করেছিলেন কুণাল। সোমবার তৃণমূলের ওই রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, “খোয়াইতে ফের হামলা। তৃণমূলে যোগ দিতে চেয়ে রবিবার দেখা করেছিল বাম ছাত্রসংগঠক সম্রাট মোদক। তিরিশজনের যোগদানের কথা। আজ সকালে সম্রাটকে ঘিরে ধরে মারধর করেছে বিজেপি। গুন্ডারাজ ভীত। লাগাতার হামলা চলছে। এইভাবে তৃণমূলকে ঠেকানো যাবে না।”