নয়াদিল্লি: উত্তর-পূর্ব, পশ্চিমের পর এ বার তৃণমূলের পাখির চোখ উত্তর ভারত। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় সংগঠন বিস্তারে জোর দিচ্ছে জোড়াফুল শিবির। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলের যোগ দিয়েছেন হরিয়ানার নেতা অশোক তানওয়ার। মূলত তানওয়ারের নেতৃত্বেই দিল্লি লাগোয়া এই রাজ্যে এগোতে চায় বাংলার শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Haryana) নিজেও হরিয়ানায় যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অশোক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছাড়াও কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মঙ্গলবার তৃণমূলের পতাকা নিয়ে অশোক বলেন, ভারতীয় রাজনীতি নিয়ে নতুনভাবে ভাবনা-চিন্তা প্রয়োজন। এখন যে রাজনীতি চলছে, তাতে গরিবদের দুঃখ চাপা পড়ে যাচ্ছে।
২০০৯ সালে কংগ্রেসের টিকিটে হরিয়ানার সিরসা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অশোক। তবে ২০১৪ এবং ২০১৯ সালে লোকসভা ভোটে লড়েও জিততে পারেননি তিনি। পরে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেন। আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশোকের বৈঠক চলাকালীন বাড়ির বাইরে তাঁর বহু অনুগামী ভিড় জমিয়েছিলেন।
আরও পড়ুন: EXCLUSIVE: কৃষি আইন প্রত্যাহার করতে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র
অশোক তানওয়ারকে পাশে নিয়ে তাঁর অনুগামীদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আপনারা আজ থেকেই হরিয়ানায় কাজ শুরু করুন। হরিয়ানা-পঞ্জাব দিল্লি থেকে খুব একটা দূরে নয়। আপনারা বললেই আমি হরিয়ানা-পঞ্জাবে যাব। দেশের ভালোর জন্য বিজেপিকে হারানো খুবই প্রয়োজন। আপনাদের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। সব রাজ্যকে সঙ্গে নিয়েই আমি এগোতে চাই।’ মমতার কথা শুনে কার্যত উল্লাসে ফেটে পড়েন অশোকের অনুগামীরা।
Glad to be part of @AITCofficial. Indian politics is at a rare crossroads today – on one hand we're witnessing triumph of optics, on other, tragedies of the marginalized and poor continue. The real issues are getting buried – we need a new politics to turn the tide! pic.twitter.com/llLwadtydD
— Ashok Tanwar (@Tanwar_Indian) November 23, 2021
এ দিন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদও জোড়াফুল শিবিরে নাম লেখান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বিহারের দ্বারভাঙার সাংসদ কীর্তি আজাদ৷ তৃণমূলের পতাকা হাতে তুলে প্রাক্তন জাতীয় ক্রিকেটারের বলেন, দেশের জন্য কাজ করতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত৷ দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে চাই৷
আরও পড়ুন: Kirti Azad Joines TMC: কংগ্রেসে অক্ষয় হল না কীর্তি, হাত ছেড়ে প্রাক্তন ক্রিকেটার এখন কেবলই ঘাসফুলে
ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পর ২৬ বছর ধরে বিজেপির সদস্য ছিলেন কীর্তি আজাদ৷ কিন্তু, নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের সঙ্গে মনোমানিল্য হওয়ার জেরে ২০১৯ সালে রাহুল গান্ধির হাত ধরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন কীর্তি৷ তার আগে থেকে একাধিক বার বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শোনা যায় তাঁকে৷ এ বার রাহুলদের সঙ্গ ছেড়ে তৃণমূলে এসেই মমতার নেতৃত্বে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন কীর্তি৷
The Trinamool Congress family keeps getting bigger!
We warmly welcome everyone who joined us today. Hear from our Chairperson @MamataOfficial 👇🏼 pic.twitter.com/O5WOxi23S4
— All India Trinamool Congress (@AITCofficial) November 23, 2021