কলকাতা টিভি ওয়েব ডেস্ক : দিল্লি-হরিয়ানা সীমান্তে দুর্ঘটনার শিকার ৩ মহিলা কৃষক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকাই একটি দ্রুতগামী ট্রাক আন্দোলনরত মহিলা কৃষকদের চাপা দিয়ে দেয়। এই তিনজন মৃত আন্দোলনকারী মহিলা কৃষক পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, এই তিন মহিলা কৃষক ডিভাইডারে বসে বাড়ি ফেরার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এই ঘটনায় দুই মহিলা কৃষক ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে মারা যান। মৃত তিন মহিলা কৃষক অমরজিৎ কৌর, গুরমিল কৌর এবং হরসিন্দর কৌর।
আরও পড়ুন – পথ দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুরসভার বিজেপি কো-অর্ডিনেটরের
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। দুর্ঘটনাটি টিকরি সীমান্তের কাছাকাছি ঘটেছে যেখানে পাঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য জায়গার কৃষকরা প্রায় ১১ মাস ধরে বসে আছেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে।