নয়াদিল্লি: প্রিভেনশন অফ মানি লন্ডারিং (Prevention of Money Laundering Act) আইনের বিভিন্ন ধারার যৌক্তিকতাকে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চ। এই মাইল ফলক রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্ট শুনবে আগামী জুলাই মাসে। ওই আইনে অভিযুক্তদের আবেদন বিচারাধীন বিচারপতি সঞ্জীব খান্না, এম এম সুন্দরেশ এবং বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। এই আবেদনকারীরা জামিনের আবেদন উপযুক্ত জায়গায় করতে পারবেন। সেক্ষেত্রে রায় পুনর্বিবেচনার বিবেচনার আরজি সেই জামিনের আবেদনের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না, জানিয়েছে বেঞ্চ।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৪)
ব্যক্তি স্বাধীনতায় হাত দিচ্ছে আর্থিক তছরুপ আইন। এর বিপুল ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে। তাই বিষয়টি নতুন করে খতিয়ে দেখা হোক। গুচ্ছ মামলায় আবেদন হয় সুপ্রিম কোর্টে। গতবছর মানি লন্ডারিং অ্যাক্ট অনুসরণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা সম্পর্কে চূড়ান্ত রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালে বিজয় মদনলাল চৌধুরী বনাম ভারত সরকারের মামলার রায় পুনর্বিবেচনার আর্জি পেশ হয়। পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ রায়টি নতুন ভাবে খতিয়ে দেখার আবেদনও পেশ করে।
আরও খবর দেখুন