রাজনীতিতে আসা নিয়ে প্রথম থেকেই জল্পনা তৈরি করেছিলেন দক্ষিনী অভিনেতা ‘ থালাইভা’। হ্যাঁ, ঠিকই ধরেছেন কার কথা বলছি। এবার সব বিতর্ক উড়িয়ে রাজনিতি থেকে সরাসরি সরে আসার কথা জানিয়ে দিলেন রজনীকান্ত। পাকাপাকি ভাবে তাঁর তৈরি রাজনৈতিক দল ‘রজনী মাক্কাল মন্দ্রম’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেতা। সোমবার এমনটাই জানান তিনি। তাঁর কথাতে স্পষ্ট , ভবিষ্যতেও আর রাজনিতিতে ফিরবেন না তিনি।
আরও পড়ুন রোমে বিজয়োৎসব
বেশ কয়েক বছর আগে নিজেই তৈরি করেছিলেন এই দল। বিশেষত তাঁর অনুরাগীদের নিয়েই তৈরি হয়েছিল ‘রজনী মাক্কাল মন্দ্রম’। দল তৈরি হলেও পুরো দমে রাজনীতির পটে ছাপ ফেলতে পারেনি রজনীকান্তের এই দল। প্রথম থেকেই যা নিয়ে বেশ টালমাটাল অবস্থায় পরতে হয়েছে তাঁকে। সক্রিয়ভাবে রাজনীতিতে নামার ঘোষণা করেছিলেও গত ডিসেম্বরে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা থেকে পিছু হটেন থালাইভা। হাসপাতাল থেকে মুক্তি পেয়ে সক্রিয় রাজনীতিতে যোগদানের কথা ভাব্লেও তা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন অনিশ্চিত ভবিষ্যৎ, বন্ধ হল কোহিনুর চা বাগান
রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে প্রথম থেকেই নীরবই ছিলেন দক্ষিণী এই সুপারস্টার। তবে সোমবার সেই নীরবতা ভেঙে দিয়েই রাজনীতিতে জোরকদমে পা ফেলার আগেই রাজনীতি থেকে বিধায় নেন রজনীকান্ত । জানান ‘আমি রজনী মাক্কাল মন্দ্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।রজনীকান্ত মাক্কাল মন্দ্রমের কার্যকর্তারা রজনীকান্ত ফ্যান ক্লাবের কাজ এগিয়ে নিয়ে যাবেন। মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।’
আরও পড়ুন জঙ্গলের শাসন চলছে উত্তরপ্রদেশে, প্রাক্তন আমলাদের চিঠি যোগীকে