ওয়েবডেস্ক- বিধানসভায় (Assemble) বিল পাশ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ই বহাল থাকবে। তিনমাসের মধ্যে যেকোনও বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপাল (Governor) ও রাষ্ট্রপতিকে (President), রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর সরকারের (Tamilnadu Government) করা মামলায় রায় শীর্ষ আদালতের।
বিধানসভায় বিল পাশ নিয়ে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। এব্যাপারে প্রশ্ন তোলেন স্বয়ং রাষ্ট্রপতি। তিনি প্রশ্ন তোলেন, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদে যেখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং রাজপ্রমুখদের কোনও কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না বলে স্পষ্ট উল্লেখ আছে, সেখানে কীভাবে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতে পারে? বিধানসভা বা সংসদে পাশ হওয়া বিলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি সই করবেন কি করবেন না, করলেও কখন করবেন তা নিয়ে সুপ্রিম কোর্ট কি কোনও প্রশ্ন করতে পারেন?
আরও পড়ুন- ‘কেউ চোখ তুলে তাকালে উচিত জবাব দেবে ভারত’ ফের কড়া বার্তা ভাগবতের
যেখানে কোনও আইন নিয়ে প্রশ্ন উঠছে সেখানে সংবিধান বিশ্লেশণ করে নির্দেশের সঙ্গে সম্পর্কিত সেখানে কমপক্ষে ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কি জরুরি নয়? রাজ্যপালের সম্মতি ছাড়া কি বিধানসভায় পাশ হওয়া বিল আদৌ আইনে পরিণত হতে পারে? ১৪ দফা প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে রাখেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।
১৩ তারিখ এই প্রশ্ন সম্বলিত চিঠি লেখা হয়, ১৪ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে পৌঁছেছে বেলা ১২টা ৫০ মিনিটে। পাঁচপাতার এই চিঠি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার।
তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল রাজ্যপাল আর এন রবির আটকে রাখার অভিযোগ থেকে বিতর্কের সূত্রপাত।
দেখুন ভিডিও-