নয়াদিল্লি: মুখতার আনসারি ( Mukhtar Ansari) ভয়ঙ্কর অপরাধী। যার বিরুদ্ধে অজস্র ফৌজদারি মামলা ঝুলছে। মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথলের। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ মন্তব্য করেছে যে আনসারি একজন “ভয়ঙ্কর অপরাধী”। উত্তরপ্রদেশ গ্যাংস্টার অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আইনে অভিযুক্ত আনসারি (Gangster Politician Mukhtar Ansari)। এই আইনে তাঁকে অভিযুক্ত কেন করা হল, প্রশ্ন তুলেছিলেন আনসারি। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ ২০২২ সালের সেপ্টেম্বরে বহু জন সমাজ পার্টি বিধায়ক আনসারিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধিত্বকারী বর্যীয়ান আইনজীবী আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করেন, আনসারি রাজ্যে “সন্ত্রাসের রাজত্ব” ছড়িয়েছেন।
আরও পড়ুন:
অভিযোগটি ১৯৯৯ সালের। যেখানে খুন, অপহরণ, রাহাজানি, তোলাবাজি ইত্যাদির অভিযোগ ছিল। সেখানে আরও বলা হয়েছিল, আনসারি এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে কেউ কোথাও অভিযোগ জানানোর সাহস করত না। লক্ষ্নৌ এবং সংলগ্ন এলাকায় তার কার্যকলাপ নিয়ে মানুষ আতঙ্কে থাকতেন। এমন এক অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে এমপি-এমএলএ মামলার বিশেষ বিচারক ২০২০ সালে আনসারিকে বেকসুর খালাস দেন। সেই রায় নস্যাৎ করে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির দীনেশ কুমার সিং আনসারীকে সাজা দেন।
অন্য খবর দেখুন