নয়াদিল্লি: অসংগঠিত ক্ষেত্রের ৮ কোটি কর্মীকে রেশন কার্ড (Ration Card) দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ। যে কর্মীরা ই-শ্রম পোর্টালে নথিভুক্ত। অসংগঠিত ক্ষেত্রের এই কর্মীরা সরকারি পোর্টালে নথিভুক্ত হওয়া সত্বেও পায়নি রেশন কার্ড। নির্দেশ পালিত হলে কেন্দ্রীয় সরকার (Central Govt) এবং রাজ্য সরকারগুলির কাছ থেকে যারা রেশন ছাড়াও ২০১৩ সালের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের যাবতীয় সুবিধা পাবে। দুই মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের রেশন সামগ্রী ছাড়াও ওপেন কমিউনিটি কিচেনের সুবিধা দিতে ২০২১ সালে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদি কোন রকম পরিচয়পত্র না থাকে, তাহলেও পরিযায়ী শ্রমিকদের আপাতত শুকনো রেশন সামগ্রী দেওয়ারও নির্দেশ ছিল। আটকে পড়া এমন শ্রমিকদের মুচলেকার ভিত্তিতে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু তার কোনটাই যথাযথভাবে কার্যকর না হওয়ার অভিযোগে জনস্বার্থ মামলা।
আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগের স্থগিতাদেশ না সুপ্রিম কোর্টের
পরিযায়ী অথবা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে যারা ই-শ্রম পোর্টালে নথিভুক্ত, তাদের তিন মাসের মধ্যে রেশন কার্ড দিতে গত বছরের এপ্রিলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে পোর্টাল মারফত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যাবতীয় তথ্য নথিভুক্তিকরন ও চিহ্নিতকরণের কাজ হয়। পোর্টালে নথিভুক্ত ২৮. ৬০ কোটির মধ্যে ২০.৬৩ কোটি এমন শ্রমিকদের রেশন কার্ড হয়েছে। কিন্তু এখনো অন্তত ৮ কোটি তা পায়নি। অভিযোগ আনেন মামলাকারীরা।
অন্য খবর দেখুন