নয়াদিল্লি: ভারতীয় রেল পরিবেশ বান্ধব হয়ে উঠতে বদ্ধপরিকর। তাই হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই হাইড্রোজেনে চলার উপযোগী করে তুলতে দু’টি ডেমু রেকের জ্বালানি স্টোরেজ সেলে পরিবর্তন করা হয়েছে। শীঘ্রই আরও দুই হাইব্রিড লোকো রেককে হাইড্রোজেন জ্বালানি স্টোরেজের উপযোগী করে তোলা হবে।
আরও পড়ুন- ইন্ডিয়ান ওমেন প্রেসক্লাব (IWPC)-কে সরকারি বাংলো বরাদ্দ বাতিল করল কেন্দ্র
২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি’ মোতাবেক ‘গ্রিন হাউস গ্যাস কমানো’ (GHG) এবং ২০৩০ সালের মধ্যেই ‘শূন্য কার্বন নির্গমন’-এর লক্ষ্যে বিকল্প এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে হাইড্রোজেনের সাহায্যে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের।
আরও পড়ুন- ‘ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন,’ দলের মহিলা কাউন্সিলর সম্পর্কে অবমাননাকর মন্তব্য দিলীপের
রেল সূত্রে খবর, দু’টি ডেমু ট্রেনে অত্যাধুনিক প্রযুক্তির হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের ফলে ড্রাইভিং কনসোলের কোনও পরিবর্তন করতে হয়নি। শুধুমাত্র হাইড্রোজেন স্টোরেজ এবং ইঞ্জিন ফিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন দুটির নির্দিষ্ট মান অনুযায়ী এই ব্যবস্থা হয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরায় আদালতে যাওয়ার পথে আক্রান্ত তৃণমূল নেতা, আইনজীবীদের গাড়ি ভাঙচুর
এই খাতে চলতি অর্থবর্ষে আটকোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। ট্রেনকে শূন্য কার্বন নির্গমনের উপযোগী ও পরিবেশবান্ধব গড়ে তুলতেই পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার শুরু করেছে রেল। আগামী মাসে ভারতীয় রেলের তরফে টেন্ডার ডেকে লোকো রেকে জ্বালানি স্টোরেজে পরিবর্তন আনা হবে৷ সেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷