শ্রীনগর: চার দিনের ব্যবধানে ফের কাশ্মীরে(Kashmir) জঙ্গিদের নিশানায় পুলিশকর্মী। রবিবার শ্রীনগর(Srinagar)-র পরে এবার ওয়ানপো এলাকা। জঙ্গিদের ছোড়া গুলিতে বিদ্ধ হলেন এক পুলিশকর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগাম জেলায়। ওই জেলার ওয়ানপো এলাকায় ডিউটি করছিলেন ওই পুলিশকর্মী। আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় গুরুতর জখন হন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন- সিধুকে ‘পঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত’ বলে কটাক্ষ, আপ নেতার মন্তব্যের বিরোধিতা
গত রবিবার সকালে শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহীদ হন আরশাদ আহমেদ মীর (Arshad Ahmad Mir) নামে এক তরুণ পুলিশ অফিসার৷ রাতে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য৷ তখন গোটা গ্রাম ছিল জেগে৷ চোখের জলে গ্রামের মানুষরা শেষ বিদায় জানান আরশাদ আহমেদকে৷ ২৫ বছরের ওই তরুণ কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর ছিলেন৷ রবিবার সকালে শ্রীনগরে গুলিবিদ্ধ হয় সে৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান আরশাদ৷
আরও পড়ুন- পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু দুই শিশুর, আশঙ্কাজনক ১
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং৷ তিনি বলেন, ‘আমরা এক বীর পুলিশ অফিসারকে হারালাম৷ তাঁকে হাসপাতালে ডিউটিতে পাঠানো হয়েছিল৷ সেখানে এক অভিযুক্তের মেডিক্যাল চেক আপ হওয়ার কথা ছিল৷ হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়৷’ তবে তিনি এটাও জানান, আততায়ীকে চিহ্নিত করা হয়েছে৷ তাকে গ্রেফতার করে আরশাদ আহমেদ মীরকে ন্যায়বিচার দেবে কাশ্মীর পুলিশ৷