নয়াদিল্লি: বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তিন মূর্তি ভবনের নেহরু মিউজিয়ামের নাম বদলে হচ্ছে প্রধানমন্ত্রী সংগ্রহালয়। দেশ গঠনে ভারতের সব প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দিতে ওই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। এদিন সকাল ১১টায় ওই সংগ্রহালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘আগামিকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।’
লোকসভা ভোটের আগে সব প্রধানমন্ত্রীর অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে একটি সংগ্রহশালা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। তরুণ প্রজন্মকে নেতৃত্বদান, দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রত্যেক প্রধানমন্ত্রীর সাফল্যের কথা সকলকে জানানোর জন্য এই প্রয়াস। প্রাচীনের সঙ্গে বর্তমানের মিলনক্ষেত্র হয়ে উঠবে এই সংগ্রহশালা।
At 11 AM tomorrow, 14th April, the Pradhanmantri Sangrahalaya will be inaugurated which will showcase the contributions of all our PMs. This programme is taking place when India is marking Azadi Ka Amrit Mahotsav. I would urge everyone to visit the museum.https://t.co/fCSCnuqOnX
— Narendra Modi (@narendramodi) April 13, 2022
সংগ্রহালয়ে মোট ৪৩টি প্রদর্শশালা থাকবে। দেশের স্বাধীনতা আন্দোলন ও সংবিধান রচনা দিয়ে সংগ্রহশালার প্রদর্শনী শুরু হবে। কিভাবে আমাদের প্রধানমন্ত্রীরা বিভিন্ন সমস্যার সমাধান করেছেন এবং দেশের বিকাশ করেছেন তা এই প্রদর্শশালাগুলিতে তুলে ধরা হবে। এছাড়াও এখানে ডিসপ্লে বোর্ডে নানা তথ্য প্রদর্শিত হবে।
প্রধানমন্ত্রী মন্ত্রক সূত্রে খবর, সংগ্রহশালার বিভিন্ন তথ্য প্রসারভারতী, দূরদর্শন, ফিল্ম ডিভিশন, সংসদ টিভি, প্রতিরক্ষা মন্ত্রক, দেশ বিদেশের সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। এর আর্কাইভটি তৈরি করতে বিভিন্ন সাহিত্যের নিদর্শন, প্রধানমন্ত্রীদের চিঠিপত্র, উপহার, স্মারক, ডাক টিকিট, মুদ্রা ইত্যাদি ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীদের বিভিন্ন কাজের দিক এখানে তুলে ধরা হয়েছে।