নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মিশন দিব্যাস্ত্র সফল হওয়ার জন্য ডিআরডিওর (DRDO) বিজ্ঞানীদের প্রশংসা করেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি ৫ (Agni 5) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল। অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে সেটি একাধিক অভিমুখে ব্যবহার করা যায়। এই সামরিক প্রযুক্তি ইউএস, ইউকে, রাশিয়া, ফ্রান্স এবং চীনের রয়েছে। সেই বন্ধনীতে যোগ দিল ভারত। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, মিশন দিব্যাস্ত্রের জন্য আমাদের ডিআরডিও বিজ্ঞানীদের জন্য গর্বিত। জানা গিয়েছে, এর রেঞ্জ হচ্ছে ৫০০০ কিলোমিটারেরও বেশি।
অগ্নি ১৯৯০ এর দশক থেকে ভারতের অস্ত্রাগারের অংশ। যদিও ভারত গত কয়েক বছরে অগ্নি-৫-এর একাধিক পরীক্ষা চালিয়েছে। নতুন প্রযুক্তি দেশের ক্ষমতাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গিয়েছে। সূত্র জানিয়েছে, প্রকল্পটির প্রধান ছিলেন একজন মহিলা। যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
Proud of our DRDO scientists for Mission Divyastra, the first flight test of indigenously developed Agni-5 missile with Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology.
— Narendra Modi (@narendramodi) March 11, 2024
আরও পড়ুন: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষণা
আরও খবর দেখুন