নয়াদিল্লি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দলের প্রেরণা বলে মনে করে বিজেপি৷ আজ বুধবার তাঁর ৬৮ তম মৃত্যুবার্ষিকী৷ এই ‘পুণ্যতিথিতে’ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী৷
আরও পড়ুন: গালওয়ানের পর আরও প্রশিক্ষণ প্রয়োজন লালফৌজের: রাওয়াত
এদিন সকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘এমন পুণ্যতিথিতে শ্যামাপ্রসাদ মুখার্জীকে স্মরণ করছি৷ উনার মহান আদর্শ, সমৃদ্ধ বিচার এবং জনসেবার প্রতি দায়বদ্ধতা আমাদের অনুপ্রাণিত করে চলেছে৷ দেশের সংহতি রক্ষায় তাঁর অবদান কেউ ভুলতে পারবে না৷’
Remembering Dr. Syama Prasad Mookerjee on his Punya Tithi. His noble ideals, rich thoughts and commitment to serve people will continue to inspire us. His efforts towards national integration will never be forgotten.
— Narendra Modi (@narendramodi) June 23, 2021
ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি লেখেন, ‘দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জী নিজের প্রাণ দিয়েছিলেন৷ দেশভাগের চেষ্টা আটকে দিয়েছিলেন৷ তাঁর বলিদান, চিন্তাধারা ভবিষ্যত প্রজন্মকে দিশা দেখাবে৷’
डॉ मुखर्जी ने देश की अस्मिता व अखंडता की रक्षा के लिए अपना सर्वस्व न्योछावर कर दिया। उन्होंने भारत का पुनः विभाजन होने से बचाया। उनका त्याग, समर्पण और उनके आदर्श युग-युगांतर तक आने वाली पीढ़ियों का मार्गदर्शन करते रहेंगे।
ऐसे अभिजात देशभक्त के बलिदान दिवस पर उन्हें कोटिशः नमन।
— Amit Shah (@AmitShah) June 23, 2021
আরও পড়ুন: চলতি বছরে ছোটদের টিকাকরণ, জানালেন এইমসের চিকিৎসক
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের স্রষ্টা হিসাবে দাবি করে বিজেপি৷ নানা চর্চায় তাঁর আদর্শ তুলে ধরে গেরুয়া শিবির৷ সদ্য বিধানসভা নির্বাচনে বারবার উচ্চারিত হয়েছে তাঁর নাম৷ জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভার প্রথম শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ৷ পরে জনসঙ্ঘ নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন৷ তারপরই ১৯৫৩ সালের ২৩ জুন কাশ্মীরের পুলিশ হেফাজতে বন্দি থাকাকালীন মৃত্যু হয় তাঁর৷
আরও পড়ুন: ভারতে ছাড়পত্র পাওয়ার চূড়ান্ত পর্বে রয়েছে ফাইজার
কিন্তু শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে বারবার সংশয় প্রকাশ করেছে বিজেপি৷ বহুবার গেরুয়া নেতৃত্ব দাবি করেছে, হৃদরোগের কারণে মারা যাননি শ্যামাপ্রসাদ৷ কেউ কেউ ষড়যন্ত্র করে তাঁকে খুন করার তত্ত্ব তুলে ধরেন৷ কিন্তু সাতবছর কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও শ্যামাপ্রসাদের রহস্য মৃত্যুর উদঘাটনে কোনও উদ্যোগ নেয়নি বিজেপি৷