তিরুবনন্তপুরম: কোভিড ভ্যাকসিন সার্টিফিকিটে (vaccination certificate PM Modi photo) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি কেন থাকবে? আপত্তির কথা জানিয়ে কেরালা হাইকোর্টে গিয়েছিলেন (remove PM Modi photo from vaccination certificate)এক ব্যক্তি। আদালতে ধোপে টিকল না অভিযোগ (covid 19 vaccination certificate)। মামলা তো খারিজ হয়েইছে। উলটে এই মামলার আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি।
কেরালা হাইকোর্টের বিচারপতি পিভি কুনহী কৃষ্ণনের বেঞ্চে মঙ্গলবার মামলাটি উঠেছিল। পিটিশনারকে ভর্ত্সনা করে বিচারপতি বলেন, ‘ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে প্রশ্ন তোলা মূর্খামি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ এর পরেই তিনি মামলাটি খারিজে করে দেন। এরকম একটি বিষয়ে মামলা করে আদালতের সময় নষ্ট করায়, মামলার পিটিশনারকে এক লক্ষ টাকা জারিমানা করেন বিচারপতি।
ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী। অন্য কোনও দেশের প্রধানমন্ত্রী নন। জনাদেশ নিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। ১০০ কোটি মানুষের যেখানে আপত্তি নেই, সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি লজ্জিত কেন? আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন না। দেশের কোনও নাগরিকের কাছ থেকে এ ধরনের পিটিশন কাঙ্ক্ষিত নয়।’
আরও পড়ুন: Petrol Diesel: করোনাকালে জ্বালানির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, শুল্ক বাবদ প্রায় দ্বিগুণ আয় কেন্দ্রের
হাইকোর্টে এই মামলার পিটিশনার ছিলেন পিটর ম্যালপরম্ভিল। মামলাকারী জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে, কেরালা স্টেট লিগাল সার্ভিস অথোরিটি তা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে।
বিচারপতির বক্তব্য, ‘পিটিশনার পিটর ম্যালপরম্ভিল আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। যাঁরা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নিয়ে আদালতে এসে এ ভাবে সময় নষ্ট করেন, তাঁদের বার্তা দিতেই এই জরিমানা।’
বিচারপতির ধারণা, প্রচারের আলোয় আসতেই এই মামলাটি করা হয়েছিল। আদালতে হাজার হাজার মামলা, জামিনের আবেদনের আর্জি পড়ে রয়েছে। সেখানে এই ধরনের মামলার শুনানি মানে আদালতের সময় নষ্ট করা।
মামলাটি প্রত্যাহারে আবেদনকারীকে সময়ও দিয়েছিলেন বিচারপতি। কিন্তু আবেদনকারী তাতে রাজি হননি। তিনি শুনানির আর্জি জানান। তার প্রেক্ষিতেই শুনানি হলে, পিটিশনারকে জরিমানা করেন বিচারপতি।
আরও পড়ুন: Aadhaar Voter Link: আধার-ভোটার কার্ডের লিঙ্ক বিল পাস লোকসভায়, বিরোধিতা তৃণমূলের
এই মামলারই আগের শুনানিতে বিচারপতির প্রশ্ন ছিল, দেশের নোট থেকে গান্ধীজির ছবি তুলে দেওয়ার জন্য কাল যদি কেউ এসে বলেন, আমি কী করে অনুমতি দেব? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম মেনেই নোটে গান্ধীজির ছবি ছাপা হচ্ছে। ভ্যাকসিন মোদির ছবি ছেপে সংবিধান লঙ্ঘন হয়নি বলেই তিনি রায় দেন।