কলকাতা: সম্প্রতি উত্তরপ্রদেশের উন্নয়নের চিত্র বোঝাতে কলকাতার ‘মা’ ফ্লাইওভারের ছবি ব্যবহার করেছিলেন যোগী আদিত্যনাথ। তার সপ্তাহ খানেকের মধ্যেই মোদি সরকারের সাফল্য বোঝাতে ব্যবহার করা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসের ছবি। এ বার সটান নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় জ্বলজ্বল করছেন মোদি। উপরে লেখা, পৃথিবীর প্রিয়তম তথা সবচেয়ে শক্তিশালী নেতা এ দেশে এসে আমাদের ধন্য করেছেন।
নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে নিউইয়র্ক টাইমসের ২৬ সেপ্টেম্বরের ২০২১ সংস্করণে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত প্রথম পাতার ছবি। লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়। বিজেপি যুব শাখার জাতীয় সাধারণ সম্পাদক, রোহিত চাহাল (টুইটারে ফলোয়ার্স ৭৬ হাজারেরও বেশি) অন্য ব্যবহারকারীর পোস্ট করা স্ক্রিনশটটিও রিটুইট করেন। একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লেখেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। মোদির প্রশংসায় গোটা পৃথিবী আত্মহারা।’
This is a completely fabricated image, one of many in circulation featuring Prime Minister Modi. All of our factual reporting on Narendra Modi can be found at:https://t.co/ShYn4qW4nT pic.twitter.com/gsY7AlNFna
— NYTimes Communications (@NYTimesPR) September 28, 2021
আরও পড়ুন: এ বার মোদি, দেশের সাফল্য দেখাতে আমেরিকার ছবি ব্যবহারের অভিযোগ
কিন্তু পরে জানা যায়, পুরোটাই ভুয়ো। সে দিনের সংস্করণের প্রথম পাতায় নরেন্দ্র মোদি সম্পর্কিত কোনও খবর নেই। এনওয়াইটি-র ২৬ সেপ্টেম্বর সংস্করণের প্রথম পাতার মর্ফদ স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিটি ছবিটি ২০২১ সালের ১২ মার্চ তোলা হয়েছিল। আহমেদাবাদের সবরমতি আশ্রমে ভিজিটার্স বুকে মোদি সই করার সময় এই ছবিটি তোলা হয়।
বিজেপির কেন্দ্রীয় নেতা রিটুইট করেছেন এই সংক্রান্ত পোস্ট
যদিও এই ধরনের ভুয়ো ছবি ব্যবহারের ঘটনা নতুন নয়। সম্প্রতি উত্তরপ্রদেশের উন্নয়নের চিত্র বোঝাতে কলকাতার ‘মা’ ফ্লাইওভারের ছবি ব্যবহার করেছিলেন যোগী আদিত্যনাথ। তার কয়েক দিনের মধ্যে মোদি সরকারের সাফল্য বোঝাতে ব্যবহার করা হয় লস অ্যাঞ্জেলসের ছবি। নরেন্দ্র মোদির ৭১-তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি। ভিডিওটি বিজেপি-র টুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়। তাতে আমেরিকার লস অ্যাঞ্জেলসের la skyline-এর ছবি ব্যবহার করা হয়।
আরও পড়ুন: উন্নয়নের ছবি ‘চুরি’, উত্তরপ্রদেশের উন্নয়ন প্রচারে বাংলার ‘মা’-মমতাই ভরসা যোগীর