নয়াদিল্লি: শিষ্যর পর এ বার ‘গুরু’। উত্তরপ্রদেশের উন্নয়নের চিত্র বোঝাতে কলকাতার ‘মা’ ফ্লাইওভারের ছবি ব্যবহার করেছিলেন যোগী আদিত্যনাথ। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর উঠেছিল চরমে। দিনকয়েক আগের এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে মোদি সরকারের সাফল্য বোঝাতে ব্যবহার করা হল আমেরিকার লস অ্যাঞ্জেলসের ছবি।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১-তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি। মোদিকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’ বলে অভিহিত করা হয় ভিডিওতে। সেই ভিডিওটি বিজেপি-র টুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়। ২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওর শুরুটা ঠিকই ছিল। তাল কাটে শেষের দিকে। ২ মিনিট ২২ সেকেন্ডের পর যে ঝাঁ চকচকে বহুতলের যে ছবিগুলি দেখা গিয়েছে, সেটি আমেরিকার লস অ্যাঞ্জেলসের la skyline-এর ছবি।
আরও পড়ুন: বিজ্ঞাপনে মা সেতু ‘চুরি’, ভুল স্বীকারে সংবাদপত্রের উপর চাপ দিয়েছে যোগী সরকার: তৃণমূল
Birthday greetings from the entire nation to India's Pradhan Sevak PM Shri @narendramodi!#HappyBdayModiji pic.twitter.com/775hqtBfLr
— BJP (@BJP4India) September 17, 2021
ওই ভিডিওয় প্রধানমন্ত্রীর আমলে আমলে দেশের স্বাস্থ্য থেকে শিক্ষা, খেলাধুলা থেকে রাস্তাঘাট নির্মাণ, গ্রামাঞ্চল থেকে শহরের ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, বিজেপির প্রকাশ করা ভিডিওতে থাকা ছবিটি আমেরিকার ফোটো এজেন্সি অ্যালার্মির তোলা লস অ্যাঞ্জেলসের la skyline-এর ছবি। ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি গেরুয়া শিবির।
আরও পড়ুন: যোগীর প্রচারে মা উড়ালপুলের ছবি, বিজ্ঞাপনে কার হাত? তৃণমূলের RTI
যোগী রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে রবিবার ইংরেজি ভাষায় মুদ্রিত একটি সংবাদপত্রে ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ শীর্ষক’ নামে বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেই বিজ্ঞাপনে ব্যবহার করা হয় কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। কলকাতার একাধিক অভিজাত আবাসনের ছবিও দেখা যায় বিজ্ঞাপনে। এমনকি উড়ালপুলের উপরে কলকাতার হলুদ ট্যাক্সিও দেখা গিয়েছে। বেলা বাড়তেই সেই ছবি ভাইরাল হয়।
আরও পড়ুন: দিল্লির লড়াইয়ে মোদির বিকল্প মুখ মমতা, কংগ্রেসকে বার্তা তৃণমূলের
ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। তৃণমূল অভিযোগ করে, ‘ডবল ইঞ্জিন মডেল’ ব্যর্থ হওয়ায় বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকার এই ঘটনায় সংবাদপত্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। একটি বিবৃতিতে যোগী সরকার জানায়, ছবির দায় সংবাদপত্রের। দুপুরের দিকে ওই সংবাদপত্র টুইট করে ভুল স্বীকার করে। উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে অসাবধানতায় ভুল ছবি ছাপা হয়েছে বলে মন্তব্য করে ভুলের জন্য দুঃখপ্রকাশ করে তারা।