রায়পুর: অবশেষে জামিন পেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দ কুমার বাঘেল৷ পরবর্তী শুনানির দিন ২১ সেপ্টেম্বর ধার্য করেছে রায়পুরের নিম্ন আদালত৷ এমনটাই জানিয়েছেন নন্দ কুমার বাঘেলের আইনজীবী গজেন্দ্র শংকর৷
ব্রাহ্মণদের সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্যের কারণেই ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত৷ গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নন্দ কুমার জানান, ‘ব্রাহ্মণেরা মূলত বিদেশি সম্প্রদায়ভুক্ত৷ তাঁদের গ্রামে প্রবেশ করতে না দেওয়া উচিত নয় বলে আবেদনও জানান তিনি৷ ’ এই মন্তব্যেকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক৷ নন্দ কুমারে বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করে সর্ব ব্রাহ্মণ সমাজ৷ ভারতীয় দণ্ড বিধির ১৫৩-এ ও ৫০৫(১)(বি) ধারায় নন্দ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷
আরও পড়ুন: লক্ষ্য পতিদার ভোট, শনিবার সারদাধামের ভূমিপুজোয় ভার্চুয়ালি অংশ নেবেন মোদী
Raipur: “A lower court grants bail to Chhattisgarh CM Bhupesh Baghel’s father Nand Kumar Baghel,” says Gajendra Sonkar, advocate of Nand Kumar Baghel.
He was arrested for allegedly making derogatory remarks against Brahmin community.
— ANI (@ANI) September 10, 2021
আরও পড়ুন: ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
যদিও বাবার এই মন্তব্যকে সমর্থন করেননি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল৷ তিনি বলেন, “আমি বাবাকে সম্মান করি। কিন্তু তাঁর মন্তব্যে যদি সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয়, তাহলে তা অস্বীকার করা যায় না। আমাদের সরকার কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি মুখ্যমন্ত্রীর বাবা হলেও নয়। “তিনি আরও বলেন, “এই মন্তব্য কোনও সম্প্রদায়ের আবেগকে আঘাত পৌঁছেছে। আমাদের সরকার সমস্ত জাতি ধর্মের আবেগকে সম্মান করে। প্রথম থেকেই আমার সঙ্গে আমার বাবার রাজনৈতিক এবং আদর্শগত দৃষ্টিভঙ্গির তফাৎ রয়েছে। এই কথা সকলেই জানেন। গোটা ঘটনায় আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করবে।” তারপরেই গ্রেফতার করা হয় নন্দ কুমার বাঘেলকে৷