কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আফগানিস্তান থেকে দেশে ফিরল মায়া, ববি, রুবিরা। গত তিন বছর ধরে কাবুলে ভারতীয় দূতাবাস রক্ষার দায়িত্বে ছিল তারা। গত ১৫ অগস্ট রবিবার আফগানিস্তান দখল করেছে তালিবানরা। তার পর থেকেই তালিবানিদের বন্দুক আফগানিদের তাড়া করে বেড়াচ্ছে। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন সকলে। কাতারে কাতারে মানুষ বিমানবন্দরে ভিড় করেছেন।এই অশান্ত অবস্থায় ভারতীয় দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তাঁদের সঙ্গেই ফিরিয়ে আনা হয়েছে ভারত- তিব্বত সীমান্তরক্ষী বাহিনীতে থাকা তিন স্নিফার ডগ মায়া, ববি এবং রুবিকে। বায়ুসেনার IAF C-17 বিমানে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন-বাবা-মায়ের হাত ছেড়ে অজানা দূর দেশে পাড়ি, কাবুল থেকে পালিয়ে অনাথ হাজারো শিশু
৫ থেকে ৬ বছর বয়সি এই তিনটি কুকুর ভারতীয় দূতাবাসের বোম স্কোয়াডে ছিল। মায়া হল একটি ল্যাব্রাডর প্রজাতির কুকুর, ববি হল ডোবারম্যান এবং রুবি ম্যালিনয় প্রজাতির। যারা একাধিকবার বোমা বিস্ফোরণের হাত থেকে ভারতীয়সহ বহু আফগানিকেও বাঁচিয়েছে। তাদের দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল কিষাণ কুমার, বীজেন্দ্র সিং এবং অতুল কুমার। তাঁরা জানিয়েছেন, কুকুরগুলি অত্যন্ত ভালো কাজ করেছে। কাবুলে ‘জিরো এরর’ কর্তব্য পালন করেছে ওরা।
আরও পড়ুন- মহানগরে বসে শান্তির কাবুলের প্রতিক্ষায় আসুলুদ্দিন
কুকুরগুলির ট্রেনিং হয়েছিল ন্যাশানাল ট্রেনিং সেন্টার ফর ডগস(NTCD) ভানুতে। আপাতত আবার চেনা পরিবেশে ফিরে বেশ খুশি হয়েছে মায়া, ববি, রুবিরা। কয়েকদিন ছুটি কাটিয়ে তাদের আবার অন্য জায়গায় পাঠানো হবে।