নয়াদিল্লি: আজ রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) জন্মদিন৷ ৮৯ বছরে পা রাখলেন তিনি৷ সকাল থেকেই চলছে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা৷ এদিন সকালে ফেসবুকে মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)৷ তাঁর ভালো স্বাস্থ্য এবং খুশি কামনা করেন৷
আরও পড়ুন: গান্ধীজির দেখানো পথে খাদির পুনর্জন্ম হোক, ‘মন কি বাতে’ বার্তা মোদির
রাহুল লেখেন, ‘মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা৷ একজন নির্ভীক এবং অসাধারণ লোক৷ বর্তমানে দেশ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলি গুরুত্ব দিয়ে বোঝার যোগ্য লোক তিনি৷ তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে৷
২০০৪ সালে দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হন তিনি৷ পর পর দু’বার তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন৷ এর আগে তিনি নরসিংহ রাও মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন৷ তাঁর হাত ধরেই ভারতীয় অর্থনীতির উদারীকরণ ঘটে৷ দেশের অর্থনীতির বিকাশে মনমোহন সিংয়ের অবদান স্মরণীয়৷
আরও পড়ুন: যোগী রাজ্যে দলিত পড়ুয়াদের দিয়ে বাসন মাজিয়ে বরখাস্ত প্রধান শিক্ষিকা
কংগ্রেসীরা তো বটেই আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের অনেক নেতারা৷ সকালেই টুইটেই শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, এনসিপি নেতা শরদ পাওয়ার, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার হ্যান্ডেল থেকে মনমোহন সিংকে কোনও শুভেচ্ছা বার্তা দেওয়া হয়নি৷ হতে পারে ফোন করে তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷
Warm wishes to former Prime Minister of India, Dr. Manmohan Singh ji on his birthday. May he be blessed with good health and long life.
— Rajnath Singh (@rajnathsingh) September 26, 2021