নয়াদিল্লি: কবে ভোটের দিন (Election Date) ঘোষণা হবে, তা জানতে আগ্রহ তুঙ্গে। ২০২৪ লোকসভা নির্বাচনের ভোটের (Lok Sabha Election 2024) দিন ১৪ বা ১৫ মার্চ ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ সাংবাদিক সম্মেলন করে ১৮তম লোকসভা ভোটের দিন ঘোষণা হবে। ২০২৯-এর মতো সাত দফায় অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। প্রথম দফায় ভোট এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে, সূত্রের খবর। ১৪ মার্চ থেকে সাড়া দেশে আদর্শ আচরণবিধি কার্যকর হতে পারে।
২০২৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি মতো ৩০৩টি আসন নিয়ে দ্বিতীয়বার দিল্লির তখততে বসেছিল। এদিকে, কংগ্রেস মাত্র ৫২ টি আসন জিততে পেরেছে। এই সময় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা বিজেপির জন্য ৩৭০ আসন এবং ৪০০ এনডিএ-র জন্য লক্ষ্য নির্ধারণ করেছেন। ২০২৪ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির ১৯৫ জনের প্রার্থী তালিকা (BJP Candidates List) প্রকাশ্যে। মোদির নেতৃত্বে তৃতীয়বারজয়ী হওয়ার জন্য প্রস্তুত গেরুয়া শিবির। এই তালিকায় বেশ কয়েকটি শীর্ষ নেতার নামও প্রথম দফায় প্রকাশ করা হয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকায় থাকছেন, ৩৪ জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, যার মধ্যে ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২৮ জন মহিলা। প্রার্থী তালিকার বলা হয়েছে, এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে ভোট লড়তে চলেছেন। গান্ধাীনগর থেকে প্রার্থী হচ্ছে অমিত শাহ। কোটা থেকে প্রার্থী হচ্ছে ওম বিড়লা। ত্রিপুরা পূর্ব থেকে বিপ্লব দেবকে প্রার্থী করা হল। এদিকে, কংগ্রেস বলেছে যে তারা এখনও তাদের প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। কারণ তাদের ইন্ডিয়া জোটের সদস্যদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে। সিদ্ধান্ত নিতে সময় লাগবে এবং বিজেপির মতো তাড়াহুড়ো করবেন না।
আরও পড়ুন:
এই মুহূর্তে কমিশনের আধিকারিকরা একাধিক রাজ্য সফরে যাচ্ছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। গতবারের তুলনায় এই লোকসভায় ভোটারদের উপস্থিতির হার বাড়াতে আমরা তৎপর। নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচনের সময় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার কথাও জানানো হয়েছে।