কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মারকে মুণ্ডচ্ছেদের ভিএফএক্স বানিয়ে হুমকি দেওয়ায় বিপাকে পড়লেন কাশ্মীরি ইউটিউবার ফয়সল ওয়ানি। যদিও কাশ্মীর পুলিস ফয়সলকে গ্রেফতারের আগেই ওই ভিডিয়ো ডিলিট করে দিয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো পোস্ট করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। সাধারণ মানুষের মধ্যে ওই ভিডিয়ো ভয় এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য শনিবার ইউটিউবার ফয়সল ওয়ানিকে গ্রেফতার করে কাশ্মীর পুলিস।
কী দেখানো হয়েছিল ওই ভিডিয়োতে?
ইউটিউবার ফয়সল ওয়ানি ডিপ পেইন ফিটনেস নামক এক ইউটিউব চ্যানেল থেকে একটি ভিএফএক্স ভিডিয়ো আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে চারিদিকে অগ্নিদ্বগ্ধ পরিস্থিতি। তার মধ্যেই রয়েছে নূপুরের একটি গ্রাফিক্স। হাতে কুঠার নিয়ে ফয়সল গ্রাফিক্সের মাধ্যমে নূপুরের মুণ্ডচ্ছেদ করে দিলেন। আর মুণ্ডচ্ছেদ করার সময় তাঁকে বলতে শোনা যাচ্ছে, কোনও অ্যাকশন কিংবা ওয়ারেন্ট লাগবে না। সরাসরি মুণ্ডচ্ছেদ করে সাজা দেওয়া উচিত। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় যে ভিডিয়ো।
শনিবার ভিডিয়োটা ডিলিট করে দেন ফয়সল ওয়ানি। আর একটি ভিডিয়ো আপলোড করে ক্ষমা চান। বলেন, হ্যাঁ, আমি ভিডিয়োটি বানিয়েছি। আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের। আমার কোনও অপরাধের ইতিহাস নেই। আপনারা যেভাবে আমার আগের ভিডিয়োটি ভাইরাল করেছেন এটিও সেভাবে ছড়িয়ে দিন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শনিবারেই কাশ্মীর পুলিস গ্রেফতার করে ফয়সল ওয়ানিকে।
সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে ইসলাম ধর্মের গুরুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। এরপরেই উত্তরপ্রদেশের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর পয়গম্বর ইস্যুতে বিজেপি নেতৃত্বের এই বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। যার আঁচ পড়ে মধ্যপ্রাচ্যে। এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে।