বেঙ্গালুরু: গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে বন্ধ রাখতে হবে মাংসের দোকান৷ এমনকী বন্ধ থাকবে কসাইখানা৷ এমনই নির্দেশিকা জারি করল বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP)৷
১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী৷ গোটা ভারতেই ধুমধাম করে উদযাপন হয় দিনটি৷ এমন এক ধর্মীয় উৎসবের দিন মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে৷ ওই দিন মাংস কেনা-বেচা নিষিদ্ধ৷
আরও পড়ুন: করোনা রুখতে পুজোয় ভিড় ঠেকানোই চ্যালেঞ্জ প্রশাসনের
https://twitter.com/ANI/status/1435566063375290373
বিবিএমপি-র এই নিষেধাজ্ঞা নতুন নয়৷ একাধিক হিন্দু সম্প্রদায়ের উৎসবের দিন বিবিএমপি এলাকায় মাংসের দোকান বন্ধ রাখা হয়৷ ওই দিন কোনও মাংস বিক্রি করা যায় না৷ এর আগে জন্মাষ্ঠমীর দিনও মাংস কেনা-বেচার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷
আরও পড়ুন: ১২০ জন যাত্রীকে নিয়ে ব্রহ্মপুত্রে উল্টে গেল নৌকা, নিখোঁজ বহু, টুইট মোদির
কোভিড বিধির কারণে এবছরও গণেশ পুজোয় বিশেষ জাঁকজমক থাকছে না৷ গত ৫ সেপ্টেম্বর কর্ণাটক সরকার পুজো সংক্রান্ত এসওপি জারি করেছিল৷ তাতে বলা হয়েছিল, ভাষাণের সময় ২০ জনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না৷ রাত ৯টার পর কোনও উদযাপন নয়৷ উৎসবের সময় মানতে হবে নৈশ কার্ফু৷ গণেশ চতুর্থী উপলক্ষে কোনও প্রসাদ বিতরণ করা যাবে না৷