গান্ধীনগর: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করার পর কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা বেড়েছিল৷ সেই জল্পনা সত্যি হতে চলেছে৷ সূত্রের দাবি, আগামী ২৮ সেপ্টেম্বর শিবির বদলাবেন বামেদের পোস্টার বয়৷ ওই দিন কংগ্রেসে (Congress) যোগ দেবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া৷ তাঁর সঙ্গেই হাত শিবিরে যাবেন গুজরাতের তরুণ নির্দল বিধায়ক জিগনেশ মেবানি (Jignesh Mevani)৷
আরও পড়ুন: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তায় জেড ক্যাটাগরি
প্রথমে ঠিক হয়েছিল ২ অক্টোবর যোগদান অনুষ্ঠান রাখা হবে৷ কিন্তু সেটা এগিয়ে ২৭ সেপ্টেম্বর করা হয়৷ ওই দিন ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী৷ কিন্তু সেদিন দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন৷ তাই পরেরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কানহাইয়া কুমার এবং জিগনেশ মেবানি৷
আরও পড়ুন: ওবামা-ট্রাম্প অতীত, এবার বাইডেন পেলেন ‘মোদি কি ঝাপ্পি’
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কানহাইয়া ২০১৯ সালে প্রবেশ করেন রাজনীতির আঙিনায়৷ লোকসভা ভোটে তিনি ছিলেন সিপিআইয়ের তুরুপের তাস৷ সিপিআই তাঁকে বিহারের বেগুসরাইয়ে প্রার্থী করেছিল৷ কিন্তু বিজেপি প্রার্থী গিরিরাজ সিংয়ের কাছে পরাস্ত হন কানহাইয়া৷ অপরদিকে গুজরাতের ভদগাম কেন্দ্রের নির্দল বিধায়ক জিগনেশ মেবানি৷ সূত্রের খবর, কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁকে কার্যনির্বানী সভাপতি করা হতে পারে৷