নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির (Indian Economy) জন্য সুখবর। অর্থনীতির আরও শ্রী বৃদ্ধির আন্তর্জাতিক স্বীকৃতি। তবে অবশ্যই এটি পূর্বাভাস। বিশ্বব্যাঙ্কের (World Bank) রিপোর্ট অনুযায়ী, এবছর ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পাবে ৭.৫ শতাংশ। বিশ্বব্যাঙ্ক এর আগে ৬.৩ শতাংশ আর্থিক বৃদ্ধি অনুমান করেছিল। এবার তা বাড়িয়ে এটিকে ৭.৫ শতাংশ করা হয়েছে। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক।
রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি হবে। যার মধ্যে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি ২০২৪ সালে অর্থনীতির দিক দিয়ে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে৷ এই বৃদ্ধি প্রধানত ভারতের অর্থনীতির শক্তিশালী কর্মক্ষমতা এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার অর্থনীতির পুনরুদ্ধারকে ভিত্তি করে হয়েছে।
আরও পড়়ুন: ক্যান্সার আক্রান্ত সুশীল মোদি, লোকসভা ভোটে লড়বেন না
আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৫.৭% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনৈতিক কার্যকলাপকে সীমিত করতে পারে। পাকিস্তানের অর্থনীতি আগের বছরের সংকোচনের পরে ২০২৪-২৫ অর্থবছরে ২.৩ % বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ২০২৫ সালে ২.৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে একটি মাঝারি পুনরুদ্ধার দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।
আরও খবর দেখুন