কলকাতা টিভি ওয়েবডেস্ক: সাতসকালে ভারতীয় সেনার অভিযানে খতম এক জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বদগাও জেলার মোচওয়া এলাকায়। এমনটাই জানানো হয় জম্বু কাশ্মীর পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা গিয়েছে একটি পিস্তল ও একটি এ কে ফরটিসেভেন রাইফেল।
আরও পড়ুন: রাজীব গান্ধী খেলরত্নের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলের উঠল দাবি
সেনা সূত্রে খবর, ওই এলাকায় পাকিস্তান মদদপুষ্ট জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে আগেই খবর ছিল। সেই গোয়েন্দা খবর অনুযায়ী গতকাল শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনা। এই অভিযানে সেনা ও জঙ্গিদের গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর
শনিবার সকালেই অভিযান শেষ হয়েছে। সেখানে আরও জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে সেনা। সেই জন্য চলছে সার্চ অপারেশান। সেনার সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশও।
আগস্ট মাসের শুরুতেই এই নিয়ে দ্বিতীয় বার জঙ্গি নিকেশ করল ভারতীয় সেনা। গত মঙ্গলবার কাশ্মীরের বন্দি পুরা জেলায় অপারেশন চালিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই অপারেশনে সেনার এনকাউন্টারে নিকেশ হয় এক জঙ্গি। উদ্ধার করা হয় অস্ত্রশস্ত্র। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের এল আরও এক জঙ্গি’ অনুপ্রবেশের ঘটনা।