পানাজি: ১৮টি গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও দেশের হয়ে একটি অলিম্পিক পদ জিতেছেন। গোটা বিশ্ব তাঁকে চেনে টেনিস তারকা হিসেবে। সেই লিয়েন্ডার পেজ শুক্রবার নতুন ইনিংস শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভেস পেজের ছেলে।
রাজনীতির ময়দানে ঠিক কী কারণে, সেকথা জানিয়ে দিয়েছেন টেনিস তারকা। শনিবার টুইটে লিখেছেন, মানুষের সেবা করতে নিজের শিকড়ে ফিরেছি। আগামীর যাত্রাপথের দিকে তাকিয়ে রয়েছি। তৃণমূল সূত্রে খবর, দলের হয়ে অন্য রাজ্যেও প্রচারে যেতে পারেন লিয়েন্ডার।
আরও পড়ুন: গোয়ায় ঘাসফুলের কোর্টে লিয়েন্ডারের নতুন ম্যাচ, তৃণমূল বলছে ‘খেলা হবে’
কলকাতার ছেলে লিয়েন্ডারের পড়াশুনো, বড় হয়ে ওঠা এই শহরেই। বাবা-মা দু’জনেই খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন। লা মার্টিনিয়ারের ছাত্রর টেনিসে হাতেখড়ি ১৪ বছর বয়সে। সেই সময় দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে লিয়েন্ডার বলেছিলেন, দিদি বরাবরই আমার কাছে অনুপ্রেরণা। আমার টেনিস জীবন শুরুর সময় দিদি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
I come back to my roots, to serve my people. Looking forward to this journey! https://t.co/gzZhdmukA4
— Leander Paes OLY (@Leander) October 30, 2021
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দিদিকে কাছ থেকে এই সুযোগ পেয়েছি। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লিয়েন্ডারকে তুলে ধরতে পারে তৃণমূল। যদিও এই বিষয়ে মমতা বা লিয়েন্ডার কিছু বলেননি। লিয়েন্ডারের কথায়, দেশের জন্য, বিশেষ করে যুবদের জন্য কিছু করতে চাই।
আরও পড়ুন: গোয়ায় ঘাস ফুলের কোর্টে ঝড় তুলতে তৃণমূলে লিয়েন্ডারের অভিষেক