নয়াদিল্লি: দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দৈনিক ভাস্করের এক সাংবাদিককে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। পুলিশের দাবি, এক সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারির স্থান ইচ্ছাকৃতভাবে ভুল লেখার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় হরিয়ানার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে সেই রাজ্যের বিরোধী দলগুলি।
পুলিশ সূত্রে খবর, পত্রিকার সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছে। অম্বলা ক্যান্টনমেন্টের এসএইচও বিজয় কুমার জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়াই ওই সংবাদপত্রে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি করেছেন ওই দুই সাংবাদিক। সে কারণেই এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুন: দেশের প্রথম সারির সংবাদপত্রের অফিসে আয়কর দফতরের হানা
বুধবার টিফিন বোমা মামলায় অভিযুক্ত এক সন্দেহভাজন জঙ্গিকে অম্বালার মর্দন সাহেব গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক ভাস্করে। শিরোনাম ছিল, ‘আইওসি ডিপোর কাছ থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গিকে , দাবি পঞ্জাব পুলিশের’। পরের দিনের ভুল তথ্যের ত্রুটি সংশোধন করে নেওয়া হয়।
তা সত্ত্বেও ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গা তৈরির চেষ্টা), ১৭৭ (মিথ্যে তথ্য প্রদান), ৫০৪ (উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নের চেষ্টা), ৫০৫ (২) (বিভিন্ন জাতির মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা) ধারায় মামলা রুজু হয়েছে। তবে আদালত থেকে জামিন পেয়েছেন সন্দীপ।
আরও পড়ুন: নিউজক্লিক-নিউজলন্ড্রির অফিসে আয়কর ‘সমীক্ষা’ ভয়ঙ্কর ও নির্মম আক্রমণ: এডিটরস গিল্ড
এই ঘটনায় কংগ্রেস, আইএনএলডি, হরিয়ানা ডেমোক্রেটিক ফ্রন্ট ও বিএসপির মতো রাজ্যের বিরোধী দলগুলি একযোগে বিজেপিকে আক্রমণ করেছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা রোহিত জৈন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে এই গ্রেফতার করা হয়েছে। পুলিশ গ্রেফতার করার আগে কোনও নোটিস দেয়নি।
এর আগেও শাসকের রোষানলে পড়েছিল দৈনিক ভাস্কর। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করার জন্য জুলাইয়ে সংবাদপপত্রের দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের অফিসে হানা দেন। দৈনিক ১২টি ভাষায় ৬০টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয় এই সংবাদপত্রের।
আরও পড়ুন: এ বার মোদি, দেশের সাফল্য দেখাতে আমেরিকার ছবি ব্যবহারের অভিযোগ