নয়াদিল্লি: ছত্তীশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের (Bhupesh Baghel) বিরুদ্ধে এফআইআর (FIR) করল ইকনমিক অফেন্সেস উইং (EOW)। জানা গিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ নিয়ে ইডির জমা দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে। ইডির দাবি, এই অ্যাপের মাধ্যমে ৬০০০ কোটি টাকার নয়ছয় হয়েছে।
ইকনমিক অফেন্স উইং সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্ত করছে ইডি। রাজ্যের ইকনমিক অফেন্সেস উইংয়ে তারা যে রিপোর্ট জমা করেছে তার ভিত্তিতে ইওডব্লিউ বা ইকনমিক অফেন্স উইং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভূপেশ বঘেল ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে কয়েকজন আমলা, পুলিশ আধিকারিকের নামও রয়েছে।
আরও পড়ুন: আমেরিকায় খুন ভারতীয় ছাত্র
আরও খবর দেখুন