নয়াদিল্লি: আধার-ভোটার কার্ডের লিঙ্ক বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek slams BJP)। আজ রাজ্যসভায় কেন্দ্রীয় আইন ও বিচারবিভাগীয় মন্ত্রী কিরেন রিজিজু এই বিল উত্থাপন করেন৷ তার পর বিল নিয়ে আলোচনা চায় বিরোধীরা। কিন্তু সরকার সেই দাবি মানতে চায়নি (Derek slams BJP)। এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদ (Derek O’Brien)।
ডেরেক বলেন, ‘আবারও রাজ্যসভা টিভি সেন্সর করা হচ্ছে। বিরোধীরা আধার-ভোটার কার্ডের সংযুক্তিকরণের বিরোধিতা করেছিল। বিরোধী দলগুলির সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেও সরকার কোনও কথা শুনতে চায়নি। সরকার সংসদে কোনও নিয়ম মানছে না। শুধুমাত্র চেয়ারম্যান এবং ট্রেজারি বেঞ্চকে দেখানো হচ্ছে।’
তৃণমূল সাংসদের কথায়, ‘কৃষি বিলের মতো একই পরিস্থিতি তৈরি করা হয়েছে। সংসদীয় নিয়মকানুনকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে কেন্দ্র। সে কারণেই আমরা ওয়াকআউট করেছি। টিভিকে সেন্সর করা হচ্ছে। সংসদকে হত্যা করা হচ্ছে। আপনারা সকলেই জানেন কৃষি বিলের ক্ষেতে কী পরিস্থিতি তৈরি করেছিল সরকার।’
আরও পড়ুন: Derek O’Brien: রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws
We all know what happened after that.
Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021
Hope this Bill too will be repealed soon
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
এর আগেও সংসদ টিভি সেন্সর করা হচ্ছে দাবি করেছিলেন ডেরেক। তিনি বলেছিলেন, ‘সংসদ টিভিতে শুধুমাত্র স্পিকার, ডেপুটি চেয়ারম্যান এবং বিজেপি সাংসদদের দেখানো হচ্ছে। বিরোধীদের বিক্ষোভ, স্লোগানিং কিছুই দেখানো হচ্ছে না। সাংবাদিকরাও প্রবেশ করতে পারলে তাও বিরোধীদের ভূমিকা সম্পর্কে দেশবাসী জানতে পারত। কিন্তু তা নিষেধ হওয়ায় অনেক কিছুই আড়ালে থেকে যাচ্ছে।’
দুপুরে ডেরেক সংসদ টিভি সেন্সরের অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে রাজ্যসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। রাজ্যসভায় নির্বাচনী আইন সংক্রান্ত আইন পাসের সময় সংসদের আইন বিধি (রুল বুক) ছুড়ে ফেলেন সাংবাদিকদের টেবিলে। সেকারণেই তাঁকে সাসপেন্ড করা হয়। ২৩ তারিখ পর্যন্ত চলা বর্তমান শীতকালীন অধিবেশনে আর তিনি যোগ দিতে পারবেন না বলে সংসদ সূত্রে খবর।
আরও পড়ুন: TMC slams BJP: ‘সেন্সরশিপ চলছে, বিজেপির শাসনে সংসদ ভবন যেন কালো অন্ধকার কুঠুরি’, তোপ তৃণমূলের
BULLDOZED
Just like #FarmBills
Govt manufactured majority by suspending 12 Opposition MPs.@sansad_tv censored for discussion on Electoral 'Deform' Bills.
WATCH pic.twitter.com/UxyygXG9me
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
এই ঘটনার প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে টুইট করেছেন ডেরেক৷ টুইটে লিখেছেন, ‘রাজ্যসভায় যেদিন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল কেন্দ্র, সেদিন আমাকে বহিষ্কার করা হয়৷ আমরা সবাই জানি তারপর কী হয়েছিল৷ আজ বিজেপি যখন সংসদীয় কাজকর্মকে প্রায় উপহাসের পর্যায়ে নিয়ে গেছে, একই রকমভাবে বুলডোজার চালিয়ে নির্বাচনী আইন ২০২১ রাজ্যসভা থেকে পাস করিয়ে নিয়েছে, তখনও আমাকে একই রকমভাবে আমাকে সাসপেন্ড করা হল৷ আশা করি, এই বিলও খুব দ্রুতই বাতিল করে করে দেওয়া হবে৷’