কলকাতা টিভি ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভেরিয়েন্ট। সংক্রমণে জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিক জেলায় ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও সে রাজ্যের গ্রামাঞ্চলেও কমপক্ষে ২৮ জন আক্রান্ত হয়েছেন এই ভেরিয়েন্টে।
নাসিক জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই সকল আক্রান্তের পরীক্ষার পর সমস্ত স্যাম্পল পাঠানো হয়েছিল পুনের ল্যাবরেটরিতে। সেখান থেকেই জানানো হয়, আক্রান্তদের দেহে ডেল্টা ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়।
Maharashtra | 30 people have been infected with Delta variant in Nashik. 28 patients are from rural areas. We sent the samples to Pune for genome sequencing after which they were tested positive for Delta variant: Dr Kishore Shrinivas, Surgeon in Nashik district hospital (06.08) pic.twitter.com/h10FGpoHti
— ANI (@ANI) August 7, 2021
আরও পড়ুন: বোনের ক্যান্সারের চিকিৎসা করাতে পাখির খাবার বিক্রি করছে ‘নাবালক দাদা’
সম্প্রতি, মহারাষ্ট্রের পুনেতে ধরা পড়ে প্রথম জিকা ভাইরাস সংক্রমণ। যদিও সংক্রমণের মাত্রা সামান্য থাকায় আক্রান্ত রোগী ঠিকই রয়েছেন। এমনটাই জানানও হয় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে।
পুনে জেলার বেলসার গ্রামে ধরা পড়েছিল এই সংক্রমণ। যদিও আক্রান্ত ব্যক্তি ছাড়া তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এই সংক্রমনের কোন উপসর্গ এখনও পর্যন্ত দেখা দেয় নি। তবে জিকা ভাইরাস আক্রান্ত ওই মহিলার শরীরে মিলেছে চিকুনগুনিয়ার জীবাণুও।
অন্যদিকে গতকাল শুক্রবার মুম্বইতে ৩০ টি নতুন করোনা সংক্রমনের ঘটনা সামনে এসেছে। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৩৯।
আরও পড়ুন: আকালের অভিযোগ উড়িয়ে টিকাকরণে সাফল্যের দাবি মোদির
করোনার সংক্রমণ যখন ফের মাথাচাড়া দিয়ে বাড়ছে মহারাষ্ট্রে, তখনই প্রকট হচ্ছে সেই রাজ্যে ভ্যাকসিনেশনের অভাব। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, ভ্যাকসিনের অভাবের জন্যই মাত্র ৩৪ টি ভ্যাকসিনেশন সেন্টার কার্যকর রাখা গিয়েছে। ৩১৫ টি সেন্টারকে আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে উদ্ধব প্রশাসন সূত্রে জানানো হয়েছে।