লখনউ: প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে লাখিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন রাহুল গান্ধী। বুধবার লখনউ থেকে প্রথমে উত্তরপ্রদেশের সীতাপুরে পৌঁছন তিনি। সেখানে আগে থেকেই হাজির ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। তারপর বোনকে নিয়েই লখিমপুরের উদ্দেশ্য রওনা হন রাহুল। গত সোমবারই লাখিমপুরে পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। স্থানীয় পিএসি’র গেস্ট হাউসে ছিলেন তিনি।
এদিন সীতাপুরে পৌঁছেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে লাখিমপুরে রওনা হন রাহুল। বুধবার লখনউ থেকে প্রথমে উত্তরপ্রদেশের সীতাপুরে পৌঁছন তিনি।
বুধবার লখনউ বিমানবন্দরে নামতেই যোগী সরকারের বাধার মুখে পড়তে হয় রাহুলকে। এদিন লখনউ থেকে নিজের গাড়িতে লখিমপুর যেতে চাইলে তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে যোগীর পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিমানবন্দরেই ধর্ণায় বসে পড়েন রাহুল। একের পর এক টুইটে বিধতে থাকেন যোগী প্রশাসনকে। যা নিয়ে শোরগোল পড়ে যায় দেশের রাজনৈতিক মহলে। রাহুল ছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নি ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ কি পাকিস্তানে? লখিমপুর ঢুকতে বিরোধীদের বাধা দেওয়ায় বিজেপিকে কটাক্ষ শিবসেনার
এদিন সন্ধ্যায় সীতাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন তিনি। জানান, কাউকে ভয় পাই না, উত্তরপ্রদেশ সরকার চুড়ান্ত খারাপ ব্যবহার করছে বলে দাবি করেন রাহুল।
আরও পড়ুন: লখিমপুর বিতর্কের মাঝেই মোদি-যোগী কথা
রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও এদিন লখিমপুরে একটি প্রতিনিধি দল পাঠানো হয় আম আদমী পার্টির তরফেও। যেই দলে রয়েছেন হরপল চিমা ও রাঘব চাড্ডা সহ অন্যান্যরা।