নয়াদিল্লি: মোদি সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ ছাড়লেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। আগামী মাসেই তাঁর তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় টুইটে এ কথা জানান সুব্রহ্মণ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম টুইটে লিখেছেন, ‘আমার ৩ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে পড়াশোনার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জাতির সেবা করার একটি পরম সুযোগ ছিল। এই কাজ করার সময় অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমের সঙ্গে কাজ করে আনন্দিত। তাঁর শিক্ষাগত উৎকর্ষ, অর্থনৈতিক এবং নীতিগত বিষয়ে অনন্য দৃষ্টিভঙ্গি এবং সংস্কারবাদী উদ্যোগ উল্লেখযোগ্য। আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল।
আরও পড়ুন: টাটাকে বেচলেও এয়ার ইন্ডিয়ার বিপুল ঋণের বোঝা বইতে হবে কেন্দ্রকেই
টুইটের সঙ্গে তাঁর একটি বিবৃতিও পোস্ট করেছেন কৃষ্ণমূর্তি। তিনি লিখেছেন, নিজের জাতির সেবা করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। প্রতিদিন নর্থ ব্লকে প্রবেশ করার সময় এটা মাথায় রাখতাম। আমার দায়িত্বের প্রতি ন্যায়বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ‘মতামত’ দেওয়ার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য আর্থিক উপদেষ্টা।
Its been a delight to work with @SubramanianKri. His academic brilliance, unique perspectives on key economic as well as policy matters and reformist zeal are noteworthy. Wishing him the very best for his coming endeavours. https://t.co/jZjrqWaJU7
— Narendra Modi (@narendramodi) October 8, 2021
মোদির দরাজ প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। কৃষ্ণমূর্তি লিখেছেন, সরকারের কাছ থেকে অসাধারণ উৎসাহ এবং সমর্থন পেয়েছি। বর্ষীয়ান আদিকারিকদের সঙ্গে কাজ করা ও সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। আমার পেশাগত জীবনের প্রায় তিন দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে মতো অনুপ্রেরণাদায়ক নেতার মুখোমুখি হইনি। অর্থনীতি সম্পর্কে তাঁর প্রভূত জ্ঞান সাধারণ নাগরিকদের জীবনকে উন্নত ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন: বিধানসভায় সব্যসাচীর যোগদান নিয়ে বিজেপি ও তৃণমূলের নারদ-নারদ