শ্রীনগর: জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা এবং তাঁর স্ত্রী। কাশ্মীরের লাল চক এলাকায় বাইকে করে এসে জনা কয়েক দুষ্কৃতী ওই দম্পতিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং তারপরে চম্পট দেয়। পুলিশের অনুমান হাম্লাকারীরা লস্করের সদস্য।
আরও পড়ুন- সংঘসেবকদের পেটানোর কারণেই কেরলে হেরেছে কংগ্রেস: বিজেপি নেতা
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের সোমবার। আলোচিত বিজেপি নেতার নাম গুলাম রাসুল দার এবং তাঁর স্ত্রীর নাম জ্বাহারিয়া বেগম। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। সেখানের একটি পঞ্চায়েতের প্রধানের পদে আসীন ছিলেন ওই বিজেপি নেতা।
আরও পড়ুন- অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা মহিলা এখন দিনমজুর
জংগিদের নিশানায় অনেক আগে থেকেই ছিলেন গুলাম রাসুল। হামলার আশঙ্কা থেকে তাঁর জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল। কিন্তু ঘটনার সময়ে সেই ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন না। যার ফলে ওই নিরাপত্তারক্ষীকেও সন্দেহের তালিকায় রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- বিরোধীদের জন্য মাত্র ৭২ সেকেন্ড কভারেজ, এলএসটিভি ভূমিকায় ক্ষুব্ধ মহুয়া
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কুলগামের বাসিন্দা ওই বিজেপি নেতা সপ্তাহ খানেক ধরে কুলগামে বসবাস করছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়েই থাকতে শুরু করেন তিনি। সম্প্রতি তিই অনন্তনাগে তাঁর থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেন। সেই অনুযায়ী সব ব্যবস্থা হয়েও গিয়েছিল। কিন্তু অনন্তনাগ যাওয়ার আগেই ঘটে গেল অঘটন।
সোমবার দুপুরের দিকে কুলগামের লালচকের কাছে গুলি করে হত্যা করা হয় ওই দম্পতিকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পিছনে জঙ্গি সংগঠন লস্করের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।