নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বুধবার দুপুরে সংসদ ভবনে চলে আসেন তিনি৷ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ তার পর দু’জনে একান্তে কিছুক্ষণ বৈঠক করেন৷ যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷
আরও পড়ুন: আগামী বছর ১৫ অগস্টের মধ্যে কাজ শেষ হবে দেশের নতুন সংসদ ভবনের
প্রধানমন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের কী আলোচনা হয়েছে তা জানা যায়নি৷ তবে বাংলার রাজ্যপাল একে সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন৷ সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসেছিলাম৷’ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা তাঁর৷
মাঝে তিন সপ্তাহের ব্যবধান৷ মঙ্গলবার সন্ধ্যায় ফের দিল্লি পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ আজ দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী তার পর বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতকার নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে৷ এর আগে ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন তিনি৷ সেবার রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ধনখড়৷
আরও পড়ুন: “আপনাদের আচরণে সারারাত ঘুমাতে পারিনি”,কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু
রাজ্যপাল ফিরে আসার পর জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ রাজনৈতিক মহলের ধারনা, রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উষ্মা প্রকাশ করেন তিনি৷ তার পরই মোদির সঙ্গে রাজ্যপালের সাক্ষাত নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷