লখনউ: নারী নির্যাতন, ধর্ষণে বরাবরই সামনের সারিতে যোগীর উত্তরপ্রদেশ। বহু ক্ষেত্রে নির্যাতনের অভিযোগ পুলিশ অবধি পৌঁছায়ও না। তার আগেই মিটিয়ে ফেলা হয়। এ বার বিয়ের প্রতিশ্রুতি ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষক। ঘটনায় রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে।
নির্যাতিতা অভিযোগ অনুযায়ী, বছর চারেক আগে তিনি ও অভিযুক্ত ব্যক্তি মাদ্রাসায় পড়াশুনা করতে আসে। পরে অভিযুক্ত যুবক নিজেই পড়াতে শুরু করে। সিনিয়র পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান জানিয়েছেন, ওই মহিলার অভিযুক্ত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: আত্মহত্যা না ধর্ষণ, নিশ্চিত হতে কবর খুঁড়ে মেয়ের দেহ তুললেন বাবা ও মা
নির্যাতিতার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁকে একাধিকবার ধর্ষণ করে। এমনকি গর্ভপাতের জন্য জোরও করা হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে গেলে ওই মহিলাকে খুনের হুমকিও দেওয়া হয়।
শুক্রবার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। ওই শিক্ষকের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি অন্য কারোর সঙ্গে এ ধরনের কুকর্ম করেছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় অভিযুক্তের মুক্তি, অভিযোগকারীর সাজা ঘোষণা আদালতের