নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সাত দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অরবিন্দ কেজরিওয়াল। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে, রবিবারই শুনানির জন্য আবেদন করেছেন কেজরিওয়াল।
উল্লেখ্য, আবগারি মামলায় ইডির সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আদালতে আবেদনে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ইডি নিশ্চয়তা দিক তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দেয় আদালত। তারপরে সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি।
আরও পড়ুন: হস্টেলে পঞ্চম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে। শুনানির আগেই মামলা প্রত্যাহার করে নেন কেজরিওয়াল।
আরও খবর দেখুন