নয়াদিল্লি: তালিবানি রাজে ত্রস্ত আফগানিস্তান। দেশজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেশ ছাড়ার হিড়িক পড়েছে। কাবুল শহরে কার্ফু জারি করেছে তালিবানরা। বিশ্বের বিভিন্ন দেশ বিমান পাঠিয়ে কাবুল থেকে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও। কাবুলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি। নতুন করে সোমাবার সন্ধেয় বায়ু সেনার বিশেষ বিমান পাঠানো হয়েছে৷
আরও পড়ুন- তালিবানদের সমর্থনে কথা বলে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
কারণ, এখনও কাবুলে আটকে রয়েছেন ২০০-র বেশি ভারতীয়। এর মধ্যে মধ্যে বিদেশ মন্ত্রকের কর্মীরা ছাড়াও আধা সামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে এই দাবি করেছে। কাবুল বিমানবন্দরের বাইরে একটি ভারতীয় বিমান থাকলেও তাতে দেশের নাগরিকরা আদৌ নয়াদিল্লি ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, নয়াদিল্লি আজ রাতের মধ্যে তাঁদের দেশে ফেরাতে তৎপর৷
Big Breaking : An @IAF_MCC C 17 landed this morning from #Kabul carrying back Indian citizens.
Another C-17 is at Kabul Airport as we speak to bring back more. @CNNnews18
— Shreya Dhoundial (@shreyadhoundial) August 16, 2021
আরও পড়ুন- ‘খেলা হবে’ দিবসে চিয়ার লিডার নাচিয়ে বিতর্কে তৃণমূল
তালিবানের দখলে আফগানিস্তান চলে যেতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে৷ তল্পিতল্পা গুটিয়ে কাবুল বিমানবন্দরের দিকে রওনা দেন সেখানকার বাসিন্দারা৷ আফগান মিডিয়া টোলো নিউজের সৌজন্যে কাবুল বিমানবন্দরের একাধিক ফুটেজ ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়৷
আরও পড়ুন-আফগানিস্তানের আকাশে আচমকাই রুট বদল এয়ার ইন্ডিয়ার বিমানের, দুবাই ঘুরে নামল দিল্লিতে
তাতে দেখা গিয়েছে, বাস টার্মিনাসের মতো থিকথিকে ভিড় বিমানবন্দরে৷ রানওয়েতে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক বিমানগুলিতে ওঠার হিড়িক ছোট থেকে বড় সকলের৷ একটু জায়গা পেতে এক বিমান থেকে অন্য বিমানে দৌড়াচ্ছেন তাঁরা৷ অন্য দেশের নাগরিকরাও দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন।
আরও পড়ুন-মার্কিন বিমান আঁকড়ে পালানোর চেষ্টা, কাবুলের আকাশে উড়তেই পড়ে গেলেন যাত্রী
বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে গুলি পর্যন্ত চলেছে৷ তাতে মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ আহত হয়েছেন অনেকে৷ তার পরই আফগানিস্তানের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরের ওয়াচ টাওয়ার এবং বিমান ওঠা-নামা নিয়ন্ত্রণ করবে মার্কিন সেনা৷