লখনউ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রই গাড়ি চালাচ্ছিলেন। দাবি আক্রমণকারী এক ব্যক্তির। রবিবার লখিমপুর খেরি জেলায় বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে চলে গিয়েছিল ওই গাড়ি। এর ফলে চার কৃষকের মৃত্যু হয়। এই ঘটনার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচুর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। মোট ৮ জনের মৃত্যু হয়। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
আক্রমণকারীদের একজনকে আন্দোলনকারী কৃষকরা ধরে ফেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, মন্ত্রীর ছেলেই গাড়ি চালাচ্ছিল। ওই গাড়িই আন্দোলনকারীদের পিষে দেয়। কৃষকদের অভিযোগ, এই মন্ত্রীর ছেলের কনভয়ের গাড়িতেই ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাড়ি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তার কয়েকজন বনেটের উপর লাফ দেন। এর পরই সামনে কয়েক জনকে পিষে দিয়ে যায় গাড়িটি।
আরও পড়ুন: মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, দলীয় কর্মীদের বার্তা জেলবন্দি প্রিয়াঙ্কার
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে দুই কৃষকের মৃত্যু হয়।
এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে।
আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ : সোনার ফসল ফলায় যারা……