Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
চতুর্থ স্তম্ভ  : সোনার ফসল ফলায় যারা……
সম্পাদক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ১০:৩০:২৬ পিএম
  • / ৬১৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

হিন্দি মারকাটারি সিনেমায় একটা সময়ে দেখা যায়, ভিলেন বলছে, তুমলোগোঁকা জিনা হরাম কর দুঙ্গা, গোলি সে ভুন দুঙ্গা। তারপর ভিলেনের দলবল আসে, সেই বস্তির মানুষ বা শ্রমিক বা কৃষকদের খুন করে। এ দৃশ্য বহুবার সিনেমার পর্দায় আমরা দেখেছি, এবার বাস্তবে। কদিন আগেই, মোদি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি আন্দোলনকারী কৃষক নেতাদের বলেছিলেন, “সুধর যাও, নহি তো দো মিনিট কা ওয়ক্ত লগেগা, সুধার দেঙ্গে”। সাদা বাংলায়, আন্দোলন বন্ধ করো, নাহলে বুঝিয়ে দেবো। তো দিলেন, এখনও পর্যন্ত খবর ৫ জন কৃষককে হত্যা করা হয়েছে, স্রেফ গাড়ির চাকার তলায় পিষে, আহত আরও বেশ কিছু। ঘটনার বিবরণ এইরকম, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গতকাল মোদি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রা, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের আসার কথা ছিল, হেলিপ্যাড তৈরি হয়েছিল, কিন্তু তাঁরা সেখানে আসার আগেই নয় নয় করে হাজার দশেক কৃষক ঐখানে এসে হাজির হয়, হেলিকপ্টার নামতে পারবে না জেনেই, তাঁরা তাঁদের সফর বাতিল করেন। পুলিশ প্রশাসন জানিয়ে দেয়, মন্ত্রীরা সফর বাতিল করেছেন, আপনারা ফিরে যান। তাঁরা ফিরে যাচ্ছিলেন, সেই সময়ে অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এবং আরও কয়েকজন, তিনটে এস ইউ ভি গাড়িতে এসে রাস্তার ধার দিয়ে যে কৃষকরা ফিরছিলেন, তাদের কয়েকজনকে গাড়ি নিয়ে ধাক্কা দেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান, হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাতটা দেহ, তাদের মধ্যে ৫ জন কৃষক, যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়, পরে আরও একজনের মৃতদেহ পুলিশ আনে, যে মৃতদেহ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়, কৃষক নেতাদের দাবি, এই অষ্টম জনকে তাঁরা ধরে ফেলেছিলেন, সে ঐ গাড়িতেই ছিল, তাকে ধরে তারা পুলিশের হাতে জমা করে, কিছুক্ষণ পরে তার মৃতদেহ আনা হয় হাসপাতালে, কৃষকদের দাবি, ঐ ব্যক্তিকে যে জ্যান্ত পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, তার ভিডিও আছে, তাঁদের বক্তব্য, যোগী সরকার এর পুলিশ প্রমাণ ঢাকতেই, ঐ লোকটিকে হত্যা করে। আজ সকালে খবর পাওয়া যাচ্ছে, মৃতদের মধ্যে একজন সাংবাদিকও আছেন, যাকে ঐ গাড়ির চাকার তলায় ফেলেই হত্যা করা হয়েছে।  রাতেই প্রিয়াঙ্কা গান্ধী লখনউ হয়ে লখিমপুর খেরির দিকে রওনা হলে, তাঁকে লখনউতে আটকে দেওয়া হয়, সকালে অখিলেশ যাদবের বাড়ির সামনে, পুলিশ তাঁকে আটকে দেয়, উনি রাস্তায় বসেই তার প্রতিবাদ করছেন। টিকায়েত ঘটনাস্থলে পৌঁছে গেছেন, বিভিন্ন দলের নেতারা সেখানে যাচ্ছেন, তৃণমূলের দোলা সেন সমেত বেশ কিছু নেতা লখিমপুর খেরির দিকে রওনা দিয়েছেন, টিকায়েত ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন, এবং প্রশাসন প্রথমেই এলাকার ইন্টারনেট বন্ধ করেছেন। কৃষকদের লাশ নিয়ে বসে রয়েছেন কৃষক নেতারা, দাবি আগে গ্রেফতার করা হোক ঐ আশিস মিশ্র অ্যান্ড কোম্পানিকে, অজয় মিশ্র পদত্যাগ করুক আর ইন্টারনেট চালু হোক, ওদিকে কংগ্রেসের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর রনধাওয়ার আজ সকালেই, লখনউ বিমান বন্দরে যাবার কথা ছিল, তাঁদের বিমানবন্দরে নামতেই দেওয়া হয়নি, সিদ্ধান্ত, লখিমপুরে কোনও রাজনৈতিক দলের নেতাদের ঢুকতে দেওয়া হবে না, সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। লখিমপুরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ দিয়ে এই কৃষক হত্যা, সাংবাদিক হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই ছক পুরনো, খুব পুরনো, যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই ভাবেই শাসন চালাছে, হাথরস থেকে লখিমপুর খেরি একই ইতিহাস।

আরও পড়ুন : চতুর্থ স্তম্ভ : ভবানীপুর

হরবখত টুইট করে মন কি বাতেঁ প্রকাশ করা প্রধানমন্ত্রী চুপ, পাঁচজন কৃষক, একজন সাংবাদিক হত্যার বিষয়ে তিনি নীরব, পুলিশি রাজ নিয়ে কোনও কথা নেই তাঁর মুখে, অথচ যখন তখন গণতন্ত্র গণতন্ত্র বলে ভাষণও দিচ্ছেন। আসলে যে কোনও স্বৈরতান্ত্রিক শাসক, দল গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করার জন্য, স্বৈরতন্ত্র আর গণতন্ত্র পাশাপাশি চলে না, মোদিজী বা যোগীজী তার ব্যতিক্রম নয়, তাঁদের মনে হয়েছে কৃষক আন্দোলনকে পুলিশি দমন, নিপীড়ন দিয়ে থামিয়ে দেওয়া যাবে, তাঁরা বুঝতেই পারছেন না যে অন্নদাতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পৃথিবীর কোনও শাসকই টিঁকে থাকতে পারেনি, কোনও শাসক নয়, আমাদের মতো কৃষিপ্রধান দেশে তা আরও অসম্ভব। গতকাল যে ঘটনা ঘটল, তা এই মোদি – শাহ – যোগী শাসনকে আরও উলঙ্গ করে মানুষের সামনে তুলে ধরল, আজ তেরো মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন কেন? তাঁদের জমির লড়াই, তাঁদের জীবন আর জীবিকার লড়াই, লক্ষ লক্ষ কৃষক এই আন্দোলনে সামিল, যে আইন সরকার এনেছেন, তাঁরা সেই আইন ফেরত নেবার কথা বলছেন, তাঁদের এটাই একমাত্র দাবি, সরকার কখনও জলকামান, কখনও লাঠি গুলি দিয়ে তাদের সমাবেশ মিছিল ভাঙার চেষ্টা করছেন, কখনও হুমকি দিচ্ছেন জানে মেরে ফেলার, মেরে ফেলছেনও, তাদের সব সীমা তাঁরা ছাড়িয়ে গেলেন গতকাল। পৃথিবীর কোনও সভ্য দেশে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সুধর জাও, নহি তো দো মিনট মে সুধার দেঙ্গে, এবং এই জাতীয় কথা তিনি একা নন, এর কদিন আগে হরিয়ানার বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও বলেছেন, তিনি এই আন্দোলন বিরোধী কৃষকদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন, আর কদিন পরেই এই ঘটনা ঘটল। আসলে এই কৃষক আন্দোলন নিয়ে বেসামাল মোদি – যোগী সরকার, তাঁরা বিলক্ষণ জানেন সামনের নির্বাচনে, এই আন্দোলনের খেসারত তাঁদের দিতে হবে, তাই এই নির্লজ্জ আস্ফালন। তাঁদের টিকে থাকার অস্ত্রই আজ ঐ পুলিশ, সিবিআই, ইডি আর প্রশাসন, কখনও রাজনৈতিক নেতাদের ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই লেলিয়ে দিচ্ছেন, কখনও স্বাধীন সংবাদমাধ্যমকে চুপ করানোর জন্য সংবাদমাধ্যমের দফতরে নোটিস পাঠাচ্ছেন, কখনও গুন্ডা পাঠিয়ে আন্দোলনকারীদের গাড়ির চাকার তলায় পিষে মারছেন, এবং আজই ঐ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এরা সব দেশদ্রোহী চক্রান্তকারীর দল, যারা ঐখানে গাড়ি ভাঙচুর করছিল, সেইখানেই সংঘর্ষে তারা মারা গেছেন, এবং দেশের বিরোধী দলনেতারা সেই উত্তেজনায় আগুন দিতে আসছেন, তাই তাদের আটকানো হয়েছে।

 এরকম আমরা ঢের শুনেছি, কৃষকদেরই উন্নতির জন্য জমি কেড়ে নেওয়ার কথা শুনিনি? কেমিক্যাল হাবের নাম করে জমি কেড়ে নেওয়ার কথা আমরা জানি না? জানিনা কেমন করে পুলিশ পাঠিয়ে, গুন্ডা লেলিয়ে, মানুষের মুখ বন্ধ করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছিল? আজ তারা কোথায়? সাম্রাজ্যের ভগ্নস্তুপটুকুও দেখা যাচ্ছেনা, আজ লখিমপুর খেরির ঘটনার পরে ঠিক সেটাই মনে হচ্ছে, আমাদের অন্নদাতারা লড়ছেন তাদের জমির অধিকার, ফসলের অধিকারের জন্য, তাঁদের এই জায়জ লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন দুনিয়ার মানুষ, কোনও দমন অত্যাচার, পুলিশি নিপীড়ন দিয়ে তা আজ আর থামানো সম্ভব নয়, প্রত্যেকটা আন্দোলনের এক মাইলস্টোন থাকে, এক গুরুত্বপূর্ণ মোড়, টার্নিং পয়েন্ট থাকে, এই কৃষক আন্দোলনের টার্নিং পয়েন্ট হবে এই লখিমপুর খেরির হত্যাকান্ড, দেশজোড়া প্রতিবাদের ঢেউ উঠছে, দল নির্বিশেষে নেতা কর্মী, সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষও পথে নামছেন, এই শহীদদের রক্ত বিফলে যাবে না, আমাদের অন্নদাতাদের রক্ত যে ভূমিতে পড়ল, সেখান থেকেই লেখা হবে নতুন অধ্যায়, নতুন ইতিহাস। লখিমপুর খেরি বিখ্যাত ছিল, সিপাহী বিদ্রোহের জন্য, উমরাও জান বা গমন- এর মত ছবির স্যুটিং স্পট হিসেবে, খয়ের চাষের জন্য, এবার সেই লখিমপুর খেরি ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক মানচিত্রে অন্য পরিচয় পাবে, কাকে কাকে আটকাবে? পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি আসবেন, উদ্ধব ঠাকরে জানিয়েছেন এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনিও যেতে পারেন, রাহুল গান্ধী আগামীকাল যাবার পরিকল্পনার কথা জানিয়েছেন, অখিলেশ যাদব বলেছেন আজ আটকানো হলেও, কাল তিনি আবার যাবার চেষ্টা করবেন, সিপিআইএমএল লিবারেশনের তরফেও জানানো হয়েছে, তাদেরও এক বড় প্রতিনিধি দল যাবেন, সম্ভবত দীপঙ্কর ভট্টাচার্যও থাকবেন, প্রতিটি রাজ্যে আজ প্রতিবাদ সভায় যোগ দিচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ, যাঁরা একবেলাও ভাত খান, যাঁরা এই অন্নদাতাদের কাছে ঋণী তাঁরা এই জুলুম সহ্য করবেন না, এই স্বৈরতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে, লখিমপুর খেরি হয়ে উঠবে প্রতিবাদের অনন্য নাম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮২৯ ৩০
৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বিজেপির প্রার্থী রেখা স্বাস্থ্য সাথীর সুবিধা নিচ্ছেন, তথ্য প্রকাশ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
তৃণমূল-বিজেপি প্রার্থী একযোগে বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানাল কমিশনে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রতারণা চক্রের ফাঁস, পাণ্ডা সহ মোট ৯ জনকে গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ গোবিন্দার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
মঙ্গলের চারপাশে ২৫,০০০ চক্কর দিল মার্স এক্সপ্রেস
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কোতুলপুরে প্রচারে সৌমিত্র, কর্মীদের সঙ্গে খেলেন চপমুড়ি
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কেজরিওয়ালের ইডি হেফাজত চারদিন বাড়াল আদালত
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কৃষ্ণনগরের রানিমাকে মোদিজি আসলে কী বলতে চাইলেন?  
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আগামী ২ দিনে ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, কী বলছে মৌসম ভবন
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
Fourth Pillar ।| এবারে কি মহুয়া মৈত্রকে জেলে পোরা হবে?
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
অসাবধানতাবশত বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
ঋষভ পন্থকে নিয়ে কী আপডেট দিলেন সৌরভ?
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা, অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team