গোয়া: ফুটবলের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামলেন অ্যালভিটো ডিকুনহো৷ সোমবার গোয়া কংগ্রেসের দপ্তরে হয়ে অ্যালভির নতুন ময়দানে কিক অফ৷
ভারতীয় ফুটবল ময়দানে অন্যতম উজ্জ্বল নাম অ্যালভিটো ডিকুনহো৷ বিশেষ করে কলকাতা ময়দানে অ্যালভিটো ডিকুনহার সাফল্য আকাশছোঁয়া৷ ইস্টবেঙ্গলের ঘরের ছেলেও বলা হয় তাঁকে৷
সেই অ্যালভিটোই এবার যোগ দিলেন কংগ্রেসে৷ গোয়া কংগ্রেসের দপ্তরে তাঁর হাতে তুলে দেওয়া হল দলের পতাকা৷ সেইসঙ্গে অ্যালভির হাতে উঠল সেই ৯ নম্বর জার্সি৷
Former India Squad,East Bengal club footballer Mr Alvito D'cunha was welcomed by GPCC President @girishgoa,LOP @digambarkamat,working President @AleixoASequeira to https://t.co/Rk2OzWB1j4 Alvito said the @BJP4Goa goverment has done nothing for the sport of the state-Football pic.twitter.com/84l1kkF2eN
— Goa Congress (@INCGoa) September 13, 2021
লাল-হলুদের হয়ে এই ৯ নম্বর জার্সিতেই বহু ম্যাচের নায়ক হয়েছেন গোয়া থেকে উঠে আসা এই ফুটবলার৷ ক্লাবের হয়ে খেলেছেন ২৩২টি ম্যাচ৷ যারমধ্যে ১৫৯টি ম্যাচই তিনি খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে৷ লাল-হলুদ জার্সিতে গোল রয়েছে ২৩টি৷ ইস্টবেঙ্গলের হয়ে ঐতিহাসিক আশিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি৷
শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও খেলেছেন ২০টি ম্যাচ৷ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতীয় জার্সিতে খেলেছেন তিনি৷ ইস্টবেঙ্গলের হয়েছে খেলেছেন টানা ১৪ বছর৷ ২০১৬ সালে ফুটবল থেকে অবসর নেন অ্যালভিটো ডি কুনহা৷
তবে খেলা ছাড়লেও, ফুটবল থেকে সরা থাকেননি তিনি৷ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের দায়িত্ব বহুবার উঠেছে তাঁর কাঁধে৷ তাঁর হাত ধরেই এসেছে বহু বিদেশি ফুটবলারও৷ সেই অ্যালভিটোই এবার ফিরে যাচ্ছেন গোয়াতে৷
কারণ একটাই গোয়ার ফুটবলকে উন্নত করা৷ তাঁর অভিযোগ গোয়ায় বিজেপি সরকার থাকলেও, সেখানে ফুটবলের মানের উন্নতি হয়নি৷ কংগ্রেসের হয়ে সেই কাজেই এখন মন দিতে চান অ্যালভিটো ডিকুনহা৷ সোমবার থেকেই যে কাজ শুরু করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা৷