তালিবানের আফগানিস্থান দখলের পর ১০ দিন পেরিয়ে গিয়েছে। জোরকদমে উদ্ধারকাজে নামলেও তালিবানের প্রতি কী অবস্থান নেবে ভারত, তা এখনও স্পষ্ট করেনি মোদি সরকার। এর আগে দিল্লিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তালিবানরা জানিয়েছে, আফগানিস্তানে সেনা পাঠালে ফল মারাত্মক হতে পারে। ভারতের সঙ্গে সুম্পর্ক বজায় রাখার পক্ষপাতী তালিবানরা। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করবে কেন্দ্রীয় সরকার। সকাল ১১টায় বৈঠক শুরু হবে।
তালিবান শাসনকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরান। তালিবান ইস্যুতে ভারত কী অবস্থান নেবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। অসম, কর্ণাটকের মতো বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে তালিবান সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে। সেক্ষত্রে মনে করা হচ্ছে, তালিবানের প্রতি কঠোর মনোভাব নেবে নয়াদিল্লি। তবে সবটাই পরিস্কার হবে আজকের বৈঠকের পর। বৈঠকে তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায় এবং সৌগত রায় অংশ নেবেন।
Floor Leaders of Political Parties would be briefed by EAM @DrSJaishankar on the present situation in Afghanistan, on 26th August, 11am in Main Committee Room, PHA, New Delhi. Invites are being sent through email. All concerned are requested to attend. https://t.co/iBX9NRd0qq
— Pralhad Joshi (@JoshiPralhad) August 23, 2021
২০০৯ সালে ভারত, আফগানিস্তান ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পুনঃস্থাপনের জন্য একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। আগা খান ট্রাস্ট ফর কালচার প্রকল্পটি ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সম্পন্ন করে। শুধু তা–ই নয়, ভারত সরকার আফগানিস্তানকে ২০০ মিনিবাস, ৪০০ বাস, ১০৫ সরকারি গাড়ি, ২৮৫টি সেনার গাড়ি, ৫টি শহরে ১০টি অ্যাম্বুলেন্স, ৩টি এয়ার ইন্ডিয়ার বিমান উপহার হিসেবে দিয়েছিল। বিশ্লেষকদের মতে, তালিবান–সংকট আফগানিস্তানে ভারতের বিনিয়োগকে ব্যর্থ করে দেবে কি না, তা বড় প্রশ্ন৷